হঠাৎ করে কানে কম শুনতে পাওয়া, বধির হয়ে যাওয়া অথবা কান স্তব্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলে একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘সাডেন সেনসরি নিউরাল হিয়ারিং লস’ বলা হয়। এই সমস্যার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে।
চিকিৎসকরা জানাচ্ছেন, এই হঠাৎ বধিরতার অন্যতম প্রধান কারণ হল ভাইরাসজনিত সংক্রমণ। তবে কারণ যাই হোক না কেন, এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি। যত দেরি হবে, শ্রবণক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা ততই কমতে থাকে।
বিশেষজ্ঞদের মতে, কোনো রোগীর হঠাৎ বধিরতা শুরুর প্রথম দিন থেকে তিন সপ্তাহের মধ্যে যদি শ্রবণের উন্নতি না ঘটে, তাহলে সেই রোগীর আর ভালো হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। তাই এই ধরনের লক্ষণ দেখা গেলে কালবিলম্ব না করে অবিলম্বে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
দেরি না করে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রেই শ্রবণক্ষমতা পুনরুদ্ধার করা সম্ভব। তাই হঠাৎ করে কানে শোনার সমস্যা হলে আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের কাছে যান এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করুন। আপনার সামান্য সচেতনতাই আপনার শ্রবণশক্তি রক্ষা করতে পারে।