সাধারণ জ্বর, সর্দি-কাশি বা মাথা ব্যথায় অনেকেই প্যারাসিটামলের উপর ভরসা রাখেন। তবে উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই পরিচিত ওষুধটিই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ! এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এমন আশঙ্কাজনক তথ্য দিয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী, উচ্চ রক্তচাপে ভোগা রোগীরা নিয়মিত প্যারাসিটামল সেবন করলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
গবেষকরা দীর্ঘমেয়াদী ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত উচ্চ রক্তচাপের রোগীদের প্রেসক্রিপশনে প্যারাসিটামল দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন।
গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপে ভুগছেন এমন ১১০ জন রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছিল। এদের মধ্যে দুই তৃতীয়াংশ রোগী হয় উচ্চ রক্তচাপে ভুগছিলেন অথবা তার জন্য ওষুধ সেবন করছিলেন। গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতিদিন প্যারাসিটামল দেওয়া হয় এবং মাত্র চার দিনের মধ্যেই তাদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষকদের মতে, রক্তচাপের এই বৃদ্ধি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা বহু গুণ বাড়িয়ে দেয়।
তবে গবেষকরা আশ্বস্ত করে জানিয়েছেন যে, সাধারণ জ্বর বা occasional মাথাব্যথার জন্য প্যারাসিটামলের স্বল্পমেয়াদী ব্যবহারে তেমন কোনো ঝুঁকি নেই। কিন্তু যেকোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে তারা জোর দিয়েছেন।
সাধারণ মানুষের জন্যেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। প্যারাসিটামল-জাতীয় ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের মোড়কের গায়ের উপাদান তালিকা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত, প্যারাসিটামল ও ডি-এল মেথিওনিনের মিশ্রণযুক্ত ওষুধ এড়িয়ে চলার কথা বলেছেন তারা।
গবেষক দলের প্রধান জানিয়েছেন, মাঝে মাঝে প্যারাসিটামল খেলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে দীর্ঘমেয়াদী এবং নিয়মিত প্যারাসিটামল সেবন প্রাণঘাতী হতে পারে। দীর্ঘস্থায়ী ব্যথার জন্য যাদের প্যারাসিটামল প্রয়োজন, তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আলাদা ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
উল্লেখ্য, উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর শুধুমাত্র ব্রিটেনে প্রায় ৭৫ হাজার এবং যুক্তরাষ্ট্রে ৫ লক্ষ রোগীর মৃত্যু হয়। এই গবেষণা উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে প্যারাসিটামলের ব্যবহারের ঝুঁকি সম্পর্কে নতুন করে আলোকপাত করলো।