কতটা রোমান্টিক আপনি? সহজ উত্তরে জেনে নিন!

প্রেম জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কারো কাছে এটা স্বপ্নিল জগৎ, কারো কাছে শুধুই সময় নষ্ট। আপনি কতটা রোমান্টিক, তা কি কখনো ভেবে দেখেছেন? কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে আজই জেনে নিন আপনার ভেতরের রোমান্টিক সত্ত্বা কতটা প্রবল!

প্রশ্নাবলী:

১. প্রেমের সিনেমা দেখলে আপনার কি মনে হয়?
ক. প্রেমের সিনেমা দেখলে আপনিও যেন সেই প্রেমের জগতে চলে যান। নিজেকেও সিনেমার একটি চরিত্র বলে মনে করেন।
খ. এই রকম সিনেমা দেখলেই মনে হয়, কেন এই অবাস্তব সিনেমা বানানো হয়।
গ. গল্প ভালো হলে সিনেমাটি দেখতে আপনার বেশ ভালোই লাগে।

২. দিনের বেশিরভাগ সময়টাই কি পার্টনারের সঙ্গে থাকতে ভালো লাগে?
ক. সারা দিনে কিছুটা সময় কাটাতে ভালো লাগে। তাই বলে সারাক্ষণ তার সঙ্গে বসে থাকতে মোটেই ভালো লাগে না।
খ. দিনের বেশিরভাগ সময়টাই প্রিয় মানুষটির সঙ্গে থাকতেই পছন্দ করেন। তাকে ছাড়া যেন কিছুই ভালো লাগে না।
গ. সারাক্ষণ পার্টনারের সঙ্গে সময় কাটানো আপনি মোটেও পছন্দ করেন না। তাতে সম্পর্কটা খুব একঘেয়ে মনে হয়। প্রেমে একটু স্পেসও প্রয়োজন।

৩. আপনার কি রোমান্টিক সিনেমা দেখতে খুব ভালো লাগে?
ক. প্রেমের সিনেমা দেখতে ভালোই লাগে, তবে তিন ঘণ্টা ধরে শুধুই প্যান প্যানে প্রেম দেখতে মোটেও ভালো লাগে না।
খ. আপনি রোমান্টিক সিনেমা দেখতে ভালোবাসেন।
গ. ন্যাকা ন্যাকা প্রেমের সিনেমার চেয়ে একটু অ্যাকশন সিনেমা আপনি পছন্দ করেন।

৪. আপনি সারা দিনে কত বার আপনার প্রেমিক বা স্বামীকে ফোন করেন?
ক. প্রয়োজন ছাড়া ফোন করতে একেবারেই ভালো লাগে না। কারণ আপনার মনে হয় নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছেন। কাজের সময় বিরক্ত করা একেবারেই ঠিক নয়।
খ. সারা দিনে একবার নিশ্চয়ই ফোন করেন। তবে সারা দিনে একবারও কথা না হলেও খুব খারাপও লাগে না।
গ. আধ ঘণ্টা অন্তর কথা না বলতে পারলে আপনি পাগল হয়ে যান।

৫. আপনার জীবনে প্রেমের অর্থ কী?
ক. যাদের কোনো কাজ নেই তারাই প্রেম করে। এর মতো ঝামেলার আর কিছুই হয় না।
খ. প্রেম জিনিসটা আপনার ভালোই লাগে। তাই বলে জীবনে প্রেম ছাড়া কিছুই থাকবে না, এমন মানসিকতা আপনার একেবারেই নয়।
গ. প্রেমহীন জীবন হতে পারে, এমন কথা আপনি ভাবতেও পারেন না। আপনি প্রেমী মনের মানুষ কিনা।

ফলাফল জানার নিয়ম:

আপনার দেওয়া উত্তরগুলির পাশে উল্লেখিত নম্বরগুলি যোগ করুন:

১। ক. ১৫, খ. ৫, গ. ১০
২। ক. ১০, খ. ১৫, গ. ৫
৩। ক. ১০, খ. ১৫, গ. ৫
৪। ক. ১০, খ. ৫, গ. ১৫
৫। ক. ৫, খ. ১০, গ. ১৫

আপনার রোমান্টিকতার মাত্রা:

২৫-৩৫ নাম্বার: আপনি একেবারেই রোমান্টিক নন। প্রেম থেকে আপনি শতহস্ত দূরে থাকতেই পছন্দ করেন। এর থেকে ঝামেলার কাজ আপনার কাছে আর কিছুই নেই। তবে এতটা কঠিন মনোভাব রাখাও কিন্তু ঠিক নয়।

৪০-৫৫ নাম্বার: প্রেম বিষয়টি আপনার বেশ ভালোই লাগে। কিন্তু তাই বলে প্রেম ছাড়া জীবন বৃথা, এমন মনোভাব আপনার একেবারেই নেই। আপনি বাস্তববাদী এবং আবেগের ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন।

৬০-৭৫ নাম্বার: আপনি খুবই রোমান্টিক। প্রেম ছাড়া জীবনটাকে ভাবতেও পারেন না। তবে মাঝে মধ্যে নিজের আবেগে লাগাম টানুন। অতিরিক্ত আবেগ অনেক সময় সমস্যার কারণ হতে পারে।

তাহলে, উত্তর মিলিয়ে দেখলেন তো? আপনি কতটা রোমান্টিক, তা জেনে নিশ্চয়ই মজাই পেলেন!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy