অনেকের ত্বকেই সাদা দাগ হয়ে থাকে। যা সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি নিজের প্রতি আত্মবিশ্বাসও নষ্ট করে দেয়। অনেকরই মনে প্রশ্ন জাগে, কেন ত্বকে এই সাদা দাগ হয়?
বিশেষজ্ঞরা মনে করেন অটোইমিউন ডিজঅর্ডারের কারণে ত্বকের সাদা দাগ হতে পারে। যার ফলে ইমিউন সিস্টেম নিজেই মেলানিন উৎপন্নকারী কোষকে অর্থাৎ মেলানোসাইটকে আক্রমণ করে। এছাড়াও অন্য যে কারণগুলোকে দায়ী করা যায় সেগুলো হলো- জিনগত প্রবণতা, স্ট্রেস, ভিটামিন বি১২ এর ঘাটতি ও সূর্যরশ্মির প্রভাব ইত্যাদি। এছাড়াও ছত্রাকের সংক্রমণ, একজিমা, সোরিয়াসিস ও ত্বকের অন্য সমস্যার কারণেও হতে পারে।
এর থেকে মুক্তি পেতে অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করেন। কিন্তু ফলাফল জিরো। তাই আজ আপনাদের জন্য থাকছে ভিন্ন একটি উপায়, যা ত্বকের সাদা দাগ দূর করতে দারুণ কার্যকরী। আর সেই উপায়টি হলো লাল মাটি। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের সাদা দাগ দূর করতে লাল মাটির ব্যবহার সম্পর্কে-
যা যা লাগবে
লাল মাটির গুঁড়া দুই টেবিল চামচ (মাটির চুলার পোড়া মাটি হিসেবে পাবেন), আদার রস দুই টেবিল চামচ।
তৈরি এবং ব্যবহার পদ্ধতি
আদার রসের সঙ্গে লাল মাটি মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। ভালো ফলাফল পাওয়ার আগ পর্যন্ত প্রতিদিনই এটি ব্যবহার করুন।
লাল মাটিতে উচ্চমাত্রার কপার থাকে। যা এই সাদা দাগ দূর করতে সাহায্য করে। তাহলে আর দেরি কেনো আজই ব্যবহার করুন এই সহজ প্যাকটি।