সর্বনাশ! নাক খুঁটলে হতে পারে ভয়ঙ্কর রোগ, এমনটাই জানালো নতুন গবেষণা

নাক খোঁটার খারাপ অভ্যাস রয়েছে? বয়স হলে গুরুতর রোগ দেখা দিতে পারে। এমনটাই জানাচ্ছে‌ সাম্প্রতিক গবেষণা।
নাক খোঁটার খারাপ অভ্যাস রয়েছে অনেকেরই। নাকে বায়ুবাহিত ময়লা জমলে তা থেকে বেশ অস্বস্তি হয়। আর তাই নাক খুঁটতে বাধ্য হন অনেকে।
পথে ঘাটে যেখানে সেখানে নাক খুঁটলে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়। কিন্তু তাও নাক খোঁটা বন্ধ রাখা সম্ভব হয় না। কারণ বড্ড অস্বস্তি হয়।
তবে বিজ্ঞানীরা বলছেন এমন নাক খোঁটা নাকি মোটেই ভালো নয়। এটা অভ্যাস বলে তারা বারণ করছেন এমনটা নয়। বরং বয়স হলে এই স্বভাবের জন্য হতে পারে বড় রোগ।
সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, নাক খোঁটার অভ্যাস থেকে বাড়তে পারে অ্যালজাইমার্সের আশঙ্কা। এর পিছনে রয়েছে একটি বিশেষ কারণ। নাকের ভিতরেও সে কারণ লুকিয়ে।
বিজ্ঞানীদের মতে, নাক খোঁটার কারণে নাকের ভিতরের টিস্যু (কলাকোষ) ক্ষতিগ্ৰস্ত হয়। এতে বিভিন্ন‌ ব্যাকটেরিয়া নাকে ঢোকার সুযোগ পেয়ে যায়। আর সেখান থেকেই মস্তিষ্ককে আক্রমণ করে।
অ্যালজাইমার্সের মতো কঠিন রোগ হয় বলেই নাক খোঁটা বিপজ্জনক। তবে অল্প বিস্তর ধীরে ধীরে নাক খুঁটতেই পারেন। কোষের ক্ষতি না হলেই হল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy