গলা বা ঘাড়ে ত্বক কালো হয়ে যাওয়া বা ছোপ পড়া অনেকের কাছেই খুব অস্বস্তিকর সমস্যা। অন্যের সামনে অস্বস্তির কারণ তো হয়ে দাঁড়ায় বটেই, অনেকে এর কারণে পছন্দের পোশাকও পরতে পারেন না।
চিকিৎসকরা বলেন, দুটি কারণ এমনটা ঘটে। প্রথমত তীব্র সূর্যালোক এবং দ্বিতীয়ত দূষণ। এই দুটি কারণেই এই এলেকার ত্বক কালো হয়ে যায়। এর পাশাপাশি ত্বকের অন্য সমস্যাও থাকতে পারে। সেটি ভালো করে পরীক্ষা করে বলতে পারেন চিকিৎসকরা।
ঘরোয়া উপায়
সমস্যাটি যদি মারাত্মক কোনো কারণে না হয়ে থাকে, তাহলে ঘরোয়া কিছু প্রতিকারের মাধ্যমে এই ত্বক স্বাভাবিক রঙে ফেরানো যায়।
* এক চা চামচ বেসনের মধ্যে আধা চা চামচ লেবুর রস মিশিয়ে নিন।
* যে পেস্টটি তৈরি হবে, সেটি একটু শুকিয়ে নিন।
* এটি আপনার ঘাড়ে ১৫-২০ মিনিটের জন্য রাখুন। এর পরে পরিষ্কার জল দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।
* সপ্তাহে দু’বার এই পেস্টটি লাগান।
লেবু ও হলুদ ব্যবহার: লেবু ও হলুদ ঘাড়ের কালো দাগ দূর করতে পারে। এটি খুব নিরাপদ ও ত্বকের জন্য ভালো।
* লেবুর রসে এক চিমটি হলুদ যোগ করে একটি পেস্ট বানিয়ে নিন।
* পেস্টটি অল্প শুকিয়ে গেলে ঘাড়ে বা গলার কালো ত্বকের উপরে লাগাতে হবে।
* এই পেস্টটি ১৫ মিনিট পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
তবে মনে রাখবেন, শুধুমাত্র দূষণ বা রোদের কারণে ঘাড় বা গলার ত্বক কালো হয়ে গেলেই এভাবে পরিষ্কার করা যায়। অন্য কোনো সমস্যা হলে, তা সাধারণ ঘরোয়া উপায়ে সামলানো যাবে না। তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে।