রান্নার কাজ ছাড়াও বেকিং সোডা ঘরের নানা রকম কাজে ব্যবহার করা যায় তা অনেকেই জানি না। ঘরের নানান কাজে বেকিং সোডার ব্যবহারের কিছু টিপস তুলে ধরা হলো-
টাইলস পরিষ্কারে: ১ গ্যালন জলে ১ কাপ বেকিং সোডা, ১ কাপ হোয়াইট ভিনেগার, ১ টেবিল চামচ লিকুইড ডিশ ওয়াশ মিশিয়ে নিন। এই জল দিয়ে বাথরুমের মেঝে বা ঘরের যেকোনো ময়লা টাইলস ধুয়ে নিন। দেখবেন ময়লা উঠে গিয়ে পরিষ্কার হয়ে গেছে।
রান্নাঘর পরিষ্কারে: রান্নাঘরকে ঝকঝকে পরিষ্কার করতে পুরো রান্নাঘরে বেকিং সোডা ছিটিয়ে দিন। এবার কোনো স্পঞ্জ দিয়ে কিছুক্ষণ ঘষে মুছে ফেলুন। চাইলে সুগন্ধির জন্য লেবুর রস, ল্যাভেন্ডার অয়েল বা পেপারমিন্ট অয়েল ব্যবহার করতে পারেন।
তেলাক্ত হাড়ি-পাতিল পরিষ্কারে: তেল চিটচিটে সসপ্যান বা থালাবাসন সহজে পরিষ্কার করতে ব্যবহার করতেন। বেকিং সোডা মেশানো জলে থালাবাসনগুলো ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন তারপর ধুয়ে নিন।
জুতার গন্ধ দূর করতে: বাইরে থেকে আসার পর জুতা খুলতেই যে দুর্গন্ধ বের হয় তা দূর করতে ভেতরে অল্প বেকিং সোডা ছিটিয়ে দিন। দুর্গন্ধ চলে যাবে।
শরীরের দুর্গন্ধ দূর করতে: ১ চা চামচ বেকিং সোডার সাথে পর্যাপ্ত পরিমাণ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পেস্টটি আন্ডারআর্ম ও পায়ে লাগিয়ে নিন। কিছুক্ষণ হালকাভাবে ঘষে ধুয়ে ফেলুন। ব্যাক্টেরিয়া মরে যাবে সাথে ঘামের গন্ধ দুর হবে।