নতুন বছরে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন? একঝলকে দেখেনিন

আসছে নতুন বছরে ঘরের অন্দর সজ্জায় পরিবর্তন আনবেন অনেকে। নতুন বছরে নতুন কিছু করলে বাড়িতে সৌভাগ্য বয়ে আসবে বলেও মনে করেন অনেকে। অন্দর সজ্জায় পরিবর্তনে একটি অংশ জুড়ে থাকে ঘরে পর্দা। নতুন বছরে কোথায় কোন রঙের পর্দা ব্যবহার করবেন? জেনে নিন।

» উত্তরমুখী ঘরে নীল রঙের পর্দা ব্যবহার করতে হবে। দক্ষিণমুখী ঘরের পর্দার রং হবে লাল। ইচ্ছে করলে হালকা হলুদ রংও বেছে নিতে পারেন।

» ঘর যদি পুর্বমুখী হয়, তা হলে ঘরের দেওয়ালে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন। এতে সুখ-সমৃদ্ধি আসবে সংসারে। পশ্চিমমুখী ঘর হলে পর্দার রং অবশ্যই যেন হয় দুধ সাদা।

» ড্রয়িং রুমে বাদামি, ক্রিম, এই ধরনের রং ব্যবহার করুন। রান্নাঘরে লাল, কমলা রঙের পর্দা ব্যবহার করা যেতে পারে।

» তবে বেডরুমের দেওয়ালের পর্দার রং সব সময়ে হালকা রাখা উচিত, এতে স্বামী-স্ত্রী সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। যেমন হালকা গোলাপি, নীল, সাদা- এ ধরনের রং ব্যবহার করতে হবে।

» বাস্তুমতে ঘরের দেওয়ালে দু’টি স্তরের পর্দা ব্যবহার করা খুব শুভ বলে মানা হয়। এতে ঘরের ভিতর একটা পজেটিভ ভাইভ আসবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy