ত্বকে রাতভর নারকেল তেল মেখে রাখলে কী হতে পারে সে সম্পর্কে দেখুন?

নারকেল তেল দিয়ে চুলের যত্ন তো নিয়েই থাকেন। তবে কখনো ত্বকের পরিচর্যার জন্য ব্যবহার করেছেন কি নারকেল তেল? দিব্যি মুখে মাখা যায়। তাতে ত্বকের উন্নতিও হয়। কিন্তু তার মানে এই নয় যে, সব ধরনের ত্বকেই এক রকম প্রভাব পড়বে।

নানা ধরনের গুণ আছে এই তেলে। রাতভর নারকেল তেল মেখে রাখা গেলে, মুখে আলাদা কোনো ক্রিম মাখারও প্রয়োজন পড়ে না। এই তেলে উপস্থিত ফ্যাটি অ্যাসিড তুলতুলে করে তোলে ত্বককে। তবে এমনটা হওয়ার জন্য রাতভর মুখে নারকেল তেল মেখে রাখা জরুরি। এই অভ্যাস কারও কারও ক্ষেত্রে অবশ্যই কার্যকর হয়। বিশেষ করে যাদের ত্বক একটু শুষ্কর দিকে, তাদের জন্য এই তেল ভালো। কিন্তু সকলের ক্ষেত্রে এক অভ্যাস কাজে দেবে না।

তৈলাক্ত ত্বকে যদি সারা রাত নারকেল তেল মেখে রাখেন, তবে উল্টোও হতে পারে পুরো বিষয়টি। ত্বকের জেল্লা বাড়ার বদলে বাড়তে পারে কিছু সমস্যা। চলুন তবে জেনে নেয়া যাক তৈলাক্ত ত্বকে রাতভর নারকেল তেল মেখে রাখলে কী হতে পারে সে সম্পর্কে-

>>> রাতভর নারকেল তেল মাখা থাকলে সবচেয়ে বেশি আশঙ্কা থাকে ব্রণ হওয়ার।

>>> নারকেল তেল বাড়িতে দিতে পারে ব্ল্যাক হেডের সমস্যা।

>>> মুখে ছোট ছোট ফুস্কুরিও হতে পারে সারা রাত নারকেল তেল মাখা থাকলে।

সাধারণত নারকেল তেল প্রতিরোধশক্তি বাড়ায়। কিন্তু অ্যান্টিবায়োটিক চললে সে সময়ে নারকেল তেল না মাখাই শ্রেয়। শরীর সে সময়ে গরম থাকে। তার উপর নারকেল তেল আরো গরম করে দেয় ত্বক। সব মিলে মুখ ঘামতে থাকে। ব্রণর সমস্যা তাতে আরো বাড়ে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy