গর্ভাবস্থায় চুল রং করা কি ঠিক? চিকিৎসকদের পরামর্শ নিন সর্বপ্রথম

গর্ভবতী মায়েরও মনে হতে পারে চুল করা করার কথা। কিন্তু গর্ভাবস্থায় চুলে রং করলে তা শিশুর ক্ষতি কীভাবে করতে পারে? আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিকস অ্যান্ড গায়নোকোলজির পক্ষে এই বিষয়ে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে।

তারা জানাচ্ছে, গর্ভের শিশুর জন্য এই চুলের রং বিষাক্ত নয়। স্ক্যাল্প খুব সামান্য পরিমাণেই রাসায়নিক শুষে নিতে পারে। তার পরিমাণ খুব খুবই অল্প। পার্মানেন্ট অ্যান্ড সেমি-পার্মানেন্ট চুলের রঙে কেমিক্যাল থাকে। যা খুবই টক্সিক বা বিষাক্ত নয়।

বেশিরভাগ গবেষণায় দেখা গিয়েছে, গর্ভাবস্থায় চুলে রং করা সম্পূর্ণ নিরাপদ। তবে কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে, যদি অত্যাধিক পরিমাণে কেমিক্য়াল ব্যবহার করা হয়ে থাকে তাহলে সামান্য ক্ষতি হলেও হতে পারে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy