শশা, শরীরে জলের ঘাটতি দূর করে। ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অন্যান্য ভিটামিন সমৃদ্ধ শশা শরীর ঠান্ডা রাখতেও দারুণ কাজ করে।
তবে অনেকেই খোসাসহ খেয়ে থাকেন। আবার অনেকে খোসা ছাড়া খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, শশা এমনই একটি উপকারী ফল যার খোসাও অত্যন্ত স্বাস্থ্যকর। বিশেষ করে কচি সবুজ শশা। কচি শশা খোসাসহ খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়। খোসা ছাড়িয়ে ফেললে খোসার সঙ্গে অনেক পুষ্টিগুণও চলে যায়।
শশার রয়েছে হরেক রকম গুণ। হজমে সাহায্যের পাশাপাশি এতে ক্যালোরির পরিমাণ অনেক কম। ফলে ওজন কমাতেও কার্যকরী । ক্যালোরি না থাকলেও শশাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস। শশার খোসা ছাড়িয়ে ফেললে এসব পুষ্টিকর উপাদানগুলো শরীরে পর্যাপ্ত পরিমাণে পৌঁছবে না।bs