প্রেমে পড়া যতটা আনন্দদায়ক, ততটাই কাঠখড় পোড়াতে হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ চান সঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু কেউ কি জানেন তার সম্পর্ক কত দিন টিকবে? তবে সম্পর্ক কত দিন টিকবে তা এখন জানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে। ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা গবেষণা করে দেখেছেন কী ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জানা যাবে আপনার সম্পর্কের মেয়াদ।
গবেষকরা জানান, ১৩৪টি যুগলের মধ্যে পরীক্ষা চালানো হয়। এই প্রেমিক-প্রেমিকারা কতক্ষণ কথা বলেন এবং কথা বলার সময়ে তারা কি ভঙ্গিতে কথা বলছেন সেই তথ্যগুলি পরীক্ষা করে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
তবে প্রেমালাপের সময়ে কী কথা বলছে সে সব নিয়ে কোনো মাথাব্যথা নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। শুধুমাত্র কতক্ষণ কথা হচ্ছে এবং কথা বলার সময়ে গলার স্বর কেমন হয় তা ধরা পড়ে যন্ত্রে। এর থেকেই বুদ্ধিমান যন্ত্র বলে দিতে পারে কোন যুগলের সম্পর্ক কতদিন টিকে থাকবে।