ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে আলু। এতে থাকা অ্যাসিডিক উপাদান দ্রুত সময়ে ত্বকের কালচে দাগ দূর করতে পারে। এছাড়া মসৃণ ও কোমল ত্বকের জন্যও উপাদানটির জুড়ি নেই। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন আলুর ফেস প্যাক।
>> ৩ টেবিল চামচ আলুর রসের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখ ও গলার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ত্বককে ময়েশ্চারাইজ করবে প্যাকটি। ত্বক থাকবে কোমল এবং উজ্জ্বল।
>> ১ টেবিল চামচ আলুর রস ও ১ টেবিল চামচ টমেটোর রস মিশিয়ে নিন একসঙ্গে। চাইলে রসের বদলে চটকে নিতে পারেন এই দুই উপাদান। এবার ১ টেবিল চামচ মধু দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
>> ২ চা চামচ আলুর রস এবং ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণে আধা চা চামচ মধু দিয়ে ব্লেন্ড করুন। মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। ত্বকের অতিরিক্ত তেল দূর হবে।
>> একটি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে চটকে নিন। ১ টেবিল চামচ দুধ, আধা টেবিল চামচ ওটস এবং ১ চা চামচ লেবুর রস মেশান। ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।