লম্বা চুল নারীর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাইতো বেশিরভাগ নারীই লম্বা চুল পেতে নানান পদ্ধতি অবলম্বন করেন। এমনকি অনেক নামীদামী প্রসাধনীও তারা চুলে ব্যবহার করেন। কিন্তু ফলাফল হয় জিরো। কাঙ্ক্ষিত ফলাফল এত সহজে পাওয়া সম্ভব হয় না।
শরীরের মতো বাড়ন্ত চুলের জন্যও চাই সুষম পুষ্টি। সেটা নিশ্চিত করতে নিজেই বানিয়ে নিতে পারেন চুলের জন্য বিশেষ টনিক। চলুন জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন সেই জাদুকরী টনিক-
যা যা লাগবে
২০০ মিলিলিটার খাঁট নারকেল তেল, ১০০ মিলিলিটার অলিভ অয়েল, ৫০ মিলিলিটার কাঠবাদামের তেল, ৩০ মিলিলিটার ক্যাস্টর অয়েল, জবা ফুলের শুকনো পাপড়ি ৫টি, ৩০ মিলিলিটার আমলকির রস, ২০টি নিম পাতা।
সব উপকরণ মিশিয়ে ১০ মিনিট অল্প আঁচে জ্বাল দিন। এরপর ছেঁকে নিয়ে ঠাণ্ডা করুন। সংরক্ষণ করুন কাচের জারে।