লং ডিসটেন্স সম্পর্কগুলোতে একদিকে যেমন দূরে থাকার কষ্ট রয়েছে, তেমনি রয়েছে এক অন্যরকম আনন্দ। নিজের সঙ্গীর সঙ্গে যখন অনেকদিন পর দেখা হয় সেই আনন্দ কাউকেই ব্যক্ত করা যায় না। সেটা শুধুমাত্র লং ডিসটেন্স সম্পর্কগুলোতেই বেশি হয়।
ভালোবাসার সম্পর্ক অত্যন্ত মধুর। এই লং ডিসটেন্স সম্পর্কে সমস্ত কষ্টকে কমিয়ে তাকে আরো মধুর করে তুলতে কিছু টিপস দেওয়া হল:
* একসাথে প্ল্যান করতে থাকুন:
যখন কোনো জিনিসের প্ল্যান তৈরি করছেন। তখন চেষ্টা করুন সেটি দুজনে একসাথে করার। অনেকদিন পর যখন আপনারা একসাথে দেখা করছেন, আবার পরের বার দেখা করার সময় কি কি করবেন তার প্ল্যান করতে থাকুন। তাতে মনে একটা আশা থাকে যতদিন পরেই দেখা হোক না কেন। এবং মনের মধ্যে একটা উত্তেজনাও থাকে।
* প্রয়োজনের অতিরিক্ত সব বিষয়ে নাক গলাবেন না:
যেকোনো সম্পর্কে হোক আমরা স্বাধীনভাবে থাকতে বেশি পছন্দ করি। তাই সে দূরে আছে বলে অযথা কল বা মেসেজ করা বিরক্তির কারণ হতে পারে। যোগাযোগ রাখুন, অবশ্যই কল করুন, তবে সেটি যেন প্রয়োজনের অতিরিক্ত বারবার না হয়। তাহলে সম্পর্কে তিক্ততা আসতে পারে।