আপনাদের হয়তো অনেকেরই ব্ল্যাক টি, গ্রীন টি সম্পর্কে কিছু জানা রয়েছে।কিন্তু বাজারের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন টি বা সোনালী চা নামে এক চা বাজারজাত করার চেষ্টা করছে অনেক কোম্পানি।সাথে এটাও বলা হচ্ছে যে, গোল্ডেন টি নাকি সাস্থের জন্য উপকারী ।তবে দুবাই-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন যে , গোল্ডেন টি খেলে যেমন কোন উপকারে আসে না আবার তেমনি ক্ষতিকরও নয়। গোল্ডেন টি-এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা ও ডাক্তাররা যখন সোচ্চার হলেন তখনই দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এ অভিমত দেয়া হয়েছিল। দুবাই মিউনিসিপ্যালিটির ফুড কন্ট্রোল বিভাগের পরিচালক খালিদ শরীফ উল্লেখ করেছেন, গোল্ডেন টি সম্পর্কে আমরা মানুষকে শুধু সতর্ক করতে পারি, গোল্ডেন টি-এর স্বাস্থ্যগত উপকারিতা নেই।bs
Home
লাইফস্টাইল
গোল্ডেন টি কী সত্যিই স্বাস্থ্যের জন্য উপকারী? দেখেনিন কি বলছে গবেষণা