কোন জায়গায় স্বাচ্ছন্দ্যে থাকেন নারীরা? অবশেষে জানা গেলো উত্তর

অফিসে সারা দিন খাটুনি শেষে মানুষ ঘরের দিকেই ছুটে। কবে অফিস শেষ হবে আর পরিবারের কাছে ফিরে যাবে, এই চিন্তাই করে বেশির ভাগ মানুষ। তবে এক গবেষণায় দেখা গেছে, এ ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের চিত্র ভিন্ন।

বুধবার টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এক সমীক্ষায় দেখা গেছে, ঘরের তুলনায় অফিসেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নারীরা।

এক সপ্তাহ ধরে মোট ১২২ জন নারীর ওপর এ সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, অফিসের তুলনায় ঘরে নারীদের বেশিমাত্রায় স্ট্রেস হরমোন নিঃসরণ হয়েছে। যা অফিসে থাকাকালীন কম দেখা গেছে। ফলে বাড়ির তুলনায় অফিসেই তারা চাপমুক্ত থাকেন বেশি।

এদিকে দিয়ে পুরুষেরা চাপমুক্ত থাকেন বাড়িতে। ফলে অফিস থেকে বাড়ি ফিরতেই তাদের ভেতর বেশি তাড়া থাকে।

সমীক্ষায় দেখা যায়, ঘরে ব্যস্ত নারীরা ঘরের তুলনায় অফিসেই ভালো থাকেন। তবে একলা নারী বা যাদের ঘরে কাজ কম তারা আবার অফিস থেকে বেশ তাড়াতাড়িই ফিরতে চান।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy