করতলে এই বিশেষ চিহ্ন থাকলে আপনি হবেন বিরল ব্যক্তি : গবেষণা

পামিস্ট্রি খুবই জনপ্রিয় চর্চিত একটি বিষয়। চেনাশোনার মধ্যে কেউ হাতের রেখা পড়তে পারলেই অমনি তার চারপাশে ভিড় জমে। আর প্রায়ই এসব নিয়ে চলে নানা ভবিষ্যদ্বাণী। নানা প্রেডিকশন।

বিষয়টা জ্যোতিষবিদ্যার অন্তর্গত। জ্যোতিষবিদ্যা বলে, আপনি কেমন মানুষ, তা আপনার হাত দেখে বলে দেওয়া সম্ভব। হাত দেখতে বসে সাধারণত হৃদয়রেখা, আয়ুরেখা, মস্তিষ্করেখা ইত্যাদি নিয়েই বেশি চর্চা হয়। প্রতিটি রেখা নিয়েই নানা চর্চা, নানা ব্যাখ্যা।

তবে সচরাচর এই চেনাশোনা রেখার ভিড়ে করতলের উপর ইংরেজি ‘এম’ অক্ষর নিয়ে খুব একটা আলোচনা হয় না। হয় না, কারণ, বিষয়টা একটু বিরলই। তবে যদি এই চিহ্ন কারও হাতে থাকে তা নিশ্চিত ভাবে সেই ব্যক্তির অসাধারণত্বকে সূচিত করে।

জ্যোতিষবিদ্যায় বলা হয়, যে ব্যক্তির হাতে এই চিহ্ন থাকে, তিনি সাধারণত খুব ভাগ্যবান হন। এই ‘এম’ চিহ্নটি অবশ্য কোনও সৃষ্টিছাড়া রেখা নয়। এটি হৃদয়রেখা, আয়ুরেখা ও মস্তিষ্করেখার সমন্বয়ে তৈরি হয়। সকলের হাতে এই চিহ্ন দেখা যায় না। যাদের হাতে দেখা যায় তাদের আবার সকলেরটা সমান ভাবে স্পষ্ট হয় না।

কেন করতলের উপর এই ‘এম’ অক্ষর এত বিরল ও বিশেষ? করতলে এই চিহ্ন থাকা ব্যক্তিরা সাধারণত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেবকবান হন। তারা খুবই সৃজনশীল হন। হন সদা-উৎসাহী, নতুন কিছু করতে ইচ্ছুক, আধ্যাত্মিক বোধসম্পন্ন। সময়ানুবর্তী ও শৃঙ্খলানিষ্ঠ।

যেসব পুরুষের হাতে এই চিহ্ন থাকে, তারা সম্মান ও যশের অধিকারী হন। ধনী ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সমাজে নিজের জায়গা করে নেন। এদের দাম্পত্য জীবনও খুব সংহত ও মধুর হয়। হাতে এম-চিহ্ন ওয়ালা কয়েকজন সফল পুরুষের নাম শুনবেন? জ্যাক মা, বিল গেটস।

যেসব মহিলার হাতে এই চিহ্ন থাকে, তারা খুবই ভাগ্যবতী হন। এঁরা খুবই বুদ্ধিমতী কিন্তু সরলমনা হন। হন কর্মদক্ষ। এদের দাম্পত্যজীবনও খুব মধুর হয়।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy