আপনি কি জানেন মদ্যপানের কতসময় পর মস্তিষ্কে প্রভাব পড়ে? না জানলে জেনেনিন

ধারণক্ষমতার অতিরিক্ত অ্যালকোহল শরীরে প্রবেশ করলেই নেশা হয়। যা মস্তিষ্কের ওপর গুরুতর প্রভাব ফেলে। মস্তিষ্ক যে পথে সারা দেহে সংকেত পাঠায়, অ্যালকোহল সেই পথগুলোতে বাধা সৃষ্টি করে। আবার অ্যালকোহল মস্তিষ্কের স্থায়ী ক্ষতিও করতে পারে।

যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন হাসপাতালের তথ্য বলছে, পাকস্থলীতে পৌঁছনোর পর খুব অল্প সময়েই মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে অ্যালকোহল। একবার রক্তের মধ্যে অ্যালকোহল মিশে গেলে, তা ছড়িয়ে পড়ে দেহের বিভিন্ন টিস্যু বা কলার মধ্যেও।

অ্যালকোহল মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মানব মস্তিষ্কে পৌঁছে যেতে পারে। আর দেহে এর প্রভাব বিস্তার শুরু করতে পারে ১০ মিনিট পর থেকেই।

জানা গেছে, সাধারণত মদপানের ২০ মিনিট পর থেকে লিভার বিপাক প্রক্রিয়ায় শুরু হয়।

সাধারণত রক্তে ০.০৮ মাত্রাকে অ্যালকোহল পানের নিরাপদ সীমা হিসেবে ধরা হয়। মদপানের ৮০ ঘণ্টা পর পর্যন্তও অ্যালকোহল মানব দেহে থাকতে পারে। এছাড়া, চুলের ফলিকলে অ্যালকোহল পাওয়া যেতে পারে তিন মাস পরও।bs

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy