রূপচর্চায় কটন বলের ব্যবহার সর্বাধিক। তবে জানেন কি? রূপচর্চা বাদেও কটন বলের ব্যবহার নানা কাজে লাগে।
বাজারে এর প্যাকেট মেলে। ফ্রেশ রাখা থেকে শুরু করে ঘর থেকে পোকামাকড় তাড়ানো- হরেক কাজে লাগে এই বলগুলো। জেনে নেয়া যাক-
> ব্যাগে পারফিউম বোতল না নিতে চাইলে কটন বলে পারফিউম নিয়ে জিপার ব্যাগের কোণে ফেলে রাখা যেতে পারে। গায়ের সুগন্ধি উবে গেলে সেই বলটি গায়ে ঘষে নিলে সারাদিন সুবাসিত থাকা যাবে।
> সুগন্ধি মাখা বল ঘরের কোথাও রেখে দিলে সেটি থেকে সারাঘরে পারফিউম ছড়িয়ে পড়বে। ঘর থাকবে সুরভিত।
> কটন বলে হলুদের গুঁড়া লাগিয়ে পোকামাকড়ের উপদ্রবযুক্ত স্থানে রেখে দিলে পিঁপড়া ও পোকার যন্ত্রণা থেকে মুক্তি মেলে।
> বলে ফিনাইল মেখে রান্নাঘরে রেখে দিলে তা জীবাণুনাশক হিসেবে কাজ করে।
> এসময় অনেকেই হ্যান্ড গ্লাভস ব্যবহার করছেন। অনেক সময় আঙুলের ডগার দিকে গ্ল্যাভস ছিড়ে যায়। তাই আঙুলের আগায় কটন বল পুরে গ্লাভস পরা যেতে পারে। এতে ছিড়বে না।
> নতুন জুতা পরলে পায়ে ফোসকা পড়ার আশঙ্কা থাকে। কটন বলে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে গোড়ালিতে গুঁজে রাখলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। জুতা পায়ের সাইজের চেয়ে সামান্য বড় হলেও সেটির ভেতর কটন বল ভরে ব্যবহার করা যেতে পারে।
> স্যাঁতস্যাঁতে দিনে আলমারির কাপড়ের ভ্যাপসা গন্ধ দূর করতে চাইলে কটন বলে ভ্যানিলা এসেন্স লাগিয়ে রেখে দেয়া যেতে পারে।