জাঙ্ক জুয়েলারি সম্পর্কে জানুন কিছু জরুরি কথা

বিভিন্ন পার্টিতে জাঙ্ক জুয়েলারিই ভরসা। অনেকে আছেন যাদের এই ধরনের মেটালের সংস্পর্শে আসলেই শুরু হয়ে যায় চুলকানি ও অ্যালার্জি। যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারাই এ ধরনের সমস্যায় বেশি ভোগেন। জেনে নিন এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে।

১. কানের দুলের ক্ষেত্রে মেটালের পুশ ব্যবহার না করে সিলিকনের পুশ ব্যবহার করুন। অ্যালার্জির আক্রমণ থেকে বাঁচবেন অনেকটাই।

২. গয়নার উল্টো দিকে স্বচ্ছ নেইল পলিশ লাগিয়ে নিতে পারেন। এতে সরাসরি ত্বকের সংস্পর্শে আসবে না গয়না।

৩. যাদের অ্যালার্জির সমস্যা হয়, তারা খুব বেশি সময় পরে থাকবেন না জাঙ্ক জুয়েলারি। চেষ্টা করবেন ভারি দুল না পরার।

৪. বাইরে থেকে ফিরেই এমিটেসনের দুল খুলে সোনার দুল পরে নিন। এতে দ্রুত অ্যালার্জি কমে যাবে।

৫. জাঙ্ক জুয়েলারি পরিষ্কার জায়গায় সংরক্ষণ করবেন পরবর্তী ব্যবহারের জন্য।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy