Sex এর আগে প্রস্রাব করা এড়িয়ে চলাই ভালো, নয়তো কী হতে পারে দেখুন?

বিশেষ করে নারীদের জন্য এই অভ্যাসটি হতে পারে ক্ষতিকর। সহবাসের পর প্রস্রাব করলে ব্যাকটেরিয়া প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু যদি আগে করেন, তাহলে নারীদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালীতে সংক্রমণ হতে পারে। এমনটাই জানিয়েছেন ইউরোলজিস্টরা।

সহবাসের আরো তিনটি কাজ ভুলেও করবেন না

>>অ্যালার্জি দূর করতে অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ করতে হয়। যেমন সর্দি হলে তা বন্ধ করার জন্য।কিন্তু এই ওষুধ গ্রহণ করলে গোপনাঙ্গ শুষ্ক হয়ে যায়।

>>মাদক গ্রহণ মোটেও ভালো কিছু নয়, তাই এড়িয়ে চলাই ভালো।

>>শারীরিক নিরাপত্তা খুব জরুরি। কিন্তু কি ধরনের কনডম ব্যবহার করবেন সেটাও জানা উচিত। ভুল সাইজের কনডম আপনার বিপদ ডেকে আনতে পারে।

>>বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সহবাসের আগে গোপনাঙ্গ শেভ করা উচিত নয়। এ থেকে ব্যাকটিরিয়ার সংক্রমণ সহজে ছড়িয়ে পড়তে পারে। তাই এ সব অভ্যাস বাদ দিন। সুস্থতার জন্য নিজের অভ্যাসগুলো বদলে নিন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy