বুক ধড়ফড় করলে সবাই ভয় পেয়ে যান, দেখুন কি বলছে চিকিৎসকেরা?

বুক ধড়ফড় কিন্তু আসলে কোনো রোগ নয়। রোগের উপসর্গ মাত্র। এ সমস্যা প্রচুর দেখতে পাওয়া যায়। সবসময় যে জটিল কোন কারণে বুক ধড়ফড় করে তাও নয়। বুক ধড়ফড় করলে সবাই ভয় পেয়ে যান। এই বুঝি প্রাণটা গেল। কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই সাধারণ কিছু কারণে বুক ধড়ফড় হয়।

বুক ধড়ফড়ে আক্রান্ত রোগী এ সমস্যার বিভিন্ন রকম বর্ণনা দেন। অর্থাৎ বুক ধড়ফড় আক্রান্ত রোগী বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের সমস্যা চিকিৎসকের কাছে বলেন। কেউ শ্বাসকষ্টের কথা বলেন। কেউ বুকব্যথার কথাও বলেন। তাই চিকিৎসককে প্রথমেই সমস্যাটি ভালভাবে বুঝে নিতে হয়।

বুক ধড়ফড়-এর সবচেয়ে প্রধান কারণ দুশ্চিন্তা। রক্ত স্বল্পতা থাকলেও বুক ধড়ফড় হয়। গর্ভাবস্থায় এবং থাইরোটক্সিকোসিস (বেশী বেশী থাইরয়েড হরমোন তৈরির জন্য সমস্যা) থাকলে বুক ধড়ফড় করে। হৃৎপিন্ডে বিভিন্ন ভালব থাকে। ভালবগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভালবে সমস্যার কারণেও বুক ধড়ফড় করে। AF, SVT, VT প্রভৃতি রোগেও বুক ধড়ফড় হতে দেখা যায়। একজন ভাল চিকিৎসক ইতিহাস নিয়ে এবং শারীরিক পরীক্ষা করেই উপরোক্ত রোগগুলো ডায়াগনোসিস করতে পারেন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy