প্রায়শই আমাদের অনেকের এমন হয় যে, মাথা ঘুরাচ্ছে। অনেকে আবার মাথা ঘুরে পড়ে যান। মাথা ঘুরে পড়ে যাবার পর অনেক ক্ষেত্রে দাঁত এটে যায়। এ সময় রোগীর চিকিত্সার ক্ষেত্রে গ্রামে-গঞ্জে এমনকি শহরের অনেক বাড়িতে নানা কুসংস্কার কাজ করে। অনেকে রোগীর নাকে পায়ের জুতা পর্যন্ত শুকতে দেন। আবার অনেকে ঝাড়ু দিয়ে রোগীর জ্ঞান ফিরাতে বা মূর্ছাভাব দূর করতে চেষ্টা করেন। আসলে এসব একেবারেই কুসংস্কার এবং চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এ ধরনের অপচিকিৎসার কোনো সম্পর্ক নেই।
কেউ যদি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান, বা মূর্ছা যান তবে প্রথমে দেখতে হবে রোগীর দাঁত এটে গেছে কি না। দাঁত এটে গেলে প্রথমে কাপড় অথবা হালকা কিছু দিয়ে মুখটা খানিকটা ফাঁক করে দিন। আর সম্ভব হলে রোগীর পালস, ব্লাড প্রেসার দেখতে চেষ্টা করুন। অনেক সময় ব্লাড প্রেশার অত্যন্ত লো হলে বা শরীর অত্যাধিক দুর্বল হলে যে কেউ মাথা ঘুরে পড়ে যেতে পারেন। এ ক্ষেত্রে রোগীকে তাৎক্ষণিকভাবে খানিকটা খাবার স্যালাইন জলে মিশিয়ে পান করতে দিন। আর গরম জনিত কারণে মাথা ঘুরে পড়ে গেলে অথবা কোনো দুঃসংবাদ শুনে মাথা ঘুরে পড়ে গেলে অবশ্যই রোগীকে আলো বাতাসে রাখুন। ঘর বদ্ধ থাকলে জানালা খুলে দিন এবং লক্ষ্য রাখুন রোগীর যাতে মুখ বন্ধ না হয়। এতে শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত কারণে দুর্ঘটনা ঘটতে পারে। আর প্রাথমিক চিকিৎসার পরও যদি অবস্থার উন্নতি না হয় তবে দ্রুত হাসপাতালে নিন। এছাড়া রোগীর শ্বাস কষ্ট, বুকে ব্যথা অথবা তীব্র ঘাম, অস্থিরতা থাকলে অবশ্যই হাসপাতালে নিতে হবে