দুধ খেলে কি সত্যি উচ্চতা বৃদ্ধি পায়? পুষ্টিবিদরা কি বলছেন দেখেনিন

আমরা লম্বা হব না বেঁটে তা অনেকাংশেই নির্ভর করে পারিবারিক ইতিহাস বা জিনের ওপর। তবে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, দুধে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান উচ্চতা বাড়াতে সাহায্য করে।

তবে দৈহিক বৃদ্ধি ১৮ বছরের পর যেহেতু হয় না, তাই এই বয়সে পৌঁছানোর আগে পর্যন্ত যদি প্রতিদিন দুধ পান করা, যায় তা হলে লম্বা হতে কেউই আটকাতে পারবে না।

দুধ এবং শরীর

১. দুধে উপস্থিত পুষ্টিকর উপাদান নানাভাবে আমাদের শরীরের গঠনে সাহায্য করে। তাই শুধু দুধ খেয়েই অনেক দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব হয়।

২. শরীরে শক্তি বাড়াতে দুধের কোনো বিকল্প নেই।

৩. ছোট বয়সে বেশি করে দুধ খেলে বেঁটে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।

৪. মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির পেছনেও দুধ বিশেষ ভূমিকা রাখে। সুস্থ থাকতে শরীরচর্চার পর দুধ খাওয়া শুরু করুন।

৬. নানাবিধ হাড়ের রোগকে দূরে রাখতে দুধে উপস্থিত ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy