মানবদেহ সবচেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন। এই মানবদেহ নিয়ে আমাদের জল্পনা-কল্পনার শেষ নেই। যুগ যুগ ধরেই মানবদেহের প্রতিটি অঙ্গ নিয়ে গবেষণা হয়ে আসছে। আর প্রতিনিয়তই গবেষণা থেকে বের হয়ে আসছে বিভিন্ন ধরণের অবাক করে দেয়ার মত তথ্য। আমাদের ধারণা, আমরা নিজেদের দেহ সম্পর্কে পুরোপুরি জানি। কিন্তু অজানা রয়েছে অনেক কিছুই।
আমাদের শরীরের বিষয়ে ১৫টি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনিও বিস্মিত হতে পারেন।
১। ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা পৃথিবীর মোট লোক সংখ্যার সমান বা তারও বেশি।
২। মস্তিষ্কের স্পন্দনের গতি ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার।
৩। আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে।
৪। আপনার হাঁচির গতি ঘণ্টায় ১৬০ কিমি।
৫। আমাদের হৃদপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার বিট দেয়।
৬। একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।
৭। মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম হয়।
৮। মাত্র একদিনে আমাদের রক্ত ১৯ হাজার ৩১২ কিলোমিটার দূরত্ব ‘দৌড়ায়’।
৯। ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুঁড়ি (টেস্ট বাট) কম থাকে।
১০। মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি জিহ্বা।
১১। আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায়।
১২। আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।
১৩। মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।
১৪। একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।
১৫। মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।