অসাবধানতায় আপনার হাত ফসকে কখনো কি মোবাইল ফোন জলে পড়েছে? অনেকেরই এ রকমটা হয়ে থাকে। কখনো আবার বিছানার ওপর রাখা জলের গ্লাসটি উল্টে গিয়েছে মোবাইলের ওপর। এমন ঘটনারও সাক্ষী হয়েছেন অনেকে। আর হলে মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া কিছু করার থাকে না। তবে ফোনটি আইসিইউতে যাওয়ার আগেই চটজলদি ঘরোয়া টোটকায় সারাতে পারেন।
যা করা যাবে না
ড্রায়ার দিয়ে ফোন শুকোনোর চেষ্টা করেন অনেকে। এই ভুল করবেন না। জল আরও ফোনের মধ্যে ঢুকে যাবে। আর গরম হাওয়ায় ফোনের ক্ষতিও হবে।
ভেজা ফোনটি কখনো চার্জারের পয়েন্টের সঙ্গে যুক্ত করবেন না। এতে ফোন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে।
অনেকে আটা কিংবা চালের ড্রামে ফোন ঢুকিয়ে রাখেন, এতে কোনো লাভ হয় না, বরং ফোনে ধুলো ঢুকে ফোন নষ্ট হয়ে যায়।
যা করা যাবে
ফোনে জল ঢুকলে সবার আগে ফোনের ব্যাটারি, সিম ট্রে ও মেমোরি কার্ড খুলে শুকোতে দিতে হবে। একটা তোয়ালেতে ফোনটি ভালো করে মুড়ে সেটি বাইরে ছায়ায় রাখুন। ভুলেও রোদে রাখবেন না।
জল ঢোকার সঙ্গে সঙ্গে ফোন সুইচ্ড অফ করে দিন। খুব ভালো হয় যদি সারা রাত ফোনটি বন্ধ করে রাখতে পারেন।
সব থেকে ভালো উপায় হলো, বন্ধ ফোনটি মোজায় ভরে নিয়ে সেই মোজার মধ্যে ভ্যাকিউম ক্লিনারের হাওয়া দিন। এই পন্থা মেনে চললে ভ্যাকিউম ক্লিনার ফোনের সব পানি টেনে নেবে।