নখে ফুটে ওঠে যেসব রোগের লক্ষণ, ভয় না পেয়ে জেনেনিন

নখেও নাকি শারীরিক বিভিন্ন সমস্যার লক্ষণ ফুটে ওঠে। এ কারণেই নখের রং বদলে সাদা, হলুদ, লাল বা কালোতে পরিবর্তন হতে পারে। এছাড়া নখের আকারে পরিবর্তন যেমন- ঢেউ খেলানো বা ছোট ছোট ছিদ্রের মতো কিংবা নখের সামনের অংশ গোলাকার হওয়া ইত্যাদি লক্ষণ হতে পারে লিভার, ফুসফুস ও হার্টের সমস্যার ইঙ্গিত। যেমন-

ডায়াবেটিস বা পুষ্টির ঘাটতিতে নখ ভেঙে যায়
আয়রনের অভাব তৈরি হলে মূলত নখ ভেঙে যায়। তবে এছাড়া আরও একটি কারণ আছে, ডায়াবেটিস হলেও অনেক সময় এমন হতে পারে। তাই নখ যদি একটু বড় হতেই ভেঙে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে ডায়াবেটিস পরীক্ষা করিয়ে নেওয়াও ভালো।

নখের দাগ হতে পারে ক্যানসারের লক্ষণ
নখের উপরে দাগের অর্থ হতে পারে ক্যানসার। ত্বকের ক্যানসারের অন্যতম একটি লক্ষণ এই দাগ। কালো, ধূসর কিংবা বাদামি রঙের কোনো দাগ দেখতে পেলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের কাছে যান।

হলদে নখ থাইরয়েডের লক্ষণ

নখ বিভিন্ন কারণে হলদে হতে পারে। রান্নাবান্না কিংবা খাবার খাওয়ার সময়ে সাধারণত এমন হয়। তবে সে দাগ কয়েক দিনে চলেও যায়। তবে দীর্ঘদিন এই দাগ থাকলে সতর্ক হওয়া জরুরি। নখ হলদে হয়ে যাওয়া হতে পারে থাইরয়েডের লক্ষণ। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy