নতুন বাড়ি সাজানোর আগে জেনেনিন এই টিপসগুলি

নতুন বছরে আমরা অনেক কিছুই নতুন করে শুরু করি, অন্দরসজ্জাই বা পিছিয়ে থাকবে কেন? প্ল্যানিং শুরুর আগেই কয়েকটি বিষয়ে সতর্ক থাকলে অনেক সমস্যা এড়াতে পারবেন৷ ঘরের অন্দরসাজ তো আর দু’-এক টাকার বিষয় নয় যে ইচ্ছে হলে পরে বদলে ফেলবেন! তাই আগেই ভালো করে কয়েকটি ভাবনাচিন্তা করে নেওয়া জরুরি৷ বিশেষ করে মধ্যবিত্তদের পকেটসই ফ্ল্যাটগুলি আকারে বেশ ছোটই, হুট করে ভুলভাল সাইজ়ের আলমারি বা বুক কেস কিনে ফেললে খুব মুশকিলে পড়ে যাবেন৷

ট্রেন্ডের পিছনে অযথা ছুটতে যাবেন না: ইদানীং প্রতি বছরের শুরুতেই গৃহসজ্জার নানা দিক, যেমন দেওয়ালের রং, আসবাব, পরদা ইত্যাদি বিষয়ে লেটেস্ট ট্রেন্ডের ঘোষণা হয়ে যায়৷ তবে তার পিছনে ছুটে অযথা শ্রম আর চিন্তাভাবনা ব্যয় করতে যাবেন না৷ ট্রেন্ড প্রতি বছর বদলায়, আপনিও কি সেই অনুযায়ী গৃহসজ্জায় বদল নিয়ে আসতে পারবেন? যদি না পারেন, তা হলে ঘরের জন্য এমন সজ্জা বাছুন যা আপনার রুচি ও ব্যক্তিত্বের পরিচায়ক৷ তা টিকবেও বেশিদিন, পকেটসইও হবে৷

মনে রাখবেন, বাড়িটা মিউজ়িয়াম নয়: বাড়িটা কেবল সাজানোর জন্য হলে মুশকিল, সেখানে থাকাটাই আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত৷ অতিরিক্ত সাজালে বাড়িটা মিউজ়িয়াম বা আর্ট গ্যালারির মতো দেখতে লাগবে৷

প্রথমেই ঘরের রং বাছাই করবেন না: আগে ভেবে নিন কোন ধরনের আসবাব কিনবেন, তার পর বাছুন দেওয়ালের রং৷ আগে দেওয়াল রং করিয়ে ফেললে মনের মতো আসবাবের খোঁজে পরে অনেক ঘুরতে হবে৷

আসবাব কেনার আগে অবশ্যই ঘরের মাপ নিন: ঘরের মাপ না নিয়ে ফার্নিচার কিনবেন না, তাতে নানা অসুবিধে হয়৷ দরজা দিয়ে ঢুকবে না আসবাব, চোট পেয়ে যাবে৷

কোন ধরনের আলো লাগাবেন ঘরে, সেই সিদ্ধান্ত নিন: আজকাল সবাই প্রায় মুড লাইটিংয়ের ব্যবহার করেন৷ তবে কোন ঘরে ঠিক কী কাজ হবে, সেই বুঝে আলো বেছে নিন৷ যে ঘরে পড়াশোনা হয়, সে ঘরের জন্য জোরালো আলো প্রয়োজন৷

সব কিছু ম্যাচিং করাতে যাবেন না: ঘরের আসবাব, পরদা, আপহোলস্ট্রি সব কিছু ম্যাচ করানোর কোনও দরকার নেই৷ এক্সপেরিমেন্ট করুন নানা ধরনের রং, টেক্সচার নিয়ে৷ এক এক ঘরে এক এক ধরনের অন্দরসাজ থাকলে বরং বাড়ির ক্যারেক্টারটা ভালো বোঝা যায়৷

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy