কিভাবে সেকেন্ডের মধ্যে পুরনো মাস্কারা ব্রাশ পরিষ্কার করবেন ,দেখুন

একটাই মাস্কারা তো আর বছরের পর বছর ধরে ব্যবহার করা যায় না। বরং একটা সময়ে গিয়ে তা পুরনো হয়ে যায় বা শুকিয়ে যায়। তখন কী করবেন? পুরনো মাস্কারা ব্রাশ ফেলে দেওয়ার কোনও দরকার নেই। বরং তাকে কাজে লাগিয়েই আপনি নতুন কিছুভাবে ব্যবহার করতে পারেন। কী কী কাজে পুরনো মাস্কারা ব্রাশ (Old Mascara Brush) ব্যবহার করা যায়, তা তো আপনি শিখবেনই, তার আগেও জানতে হবে যে, পুরনো মাস্কারা ব্রাশকে(Mascara Wand) ব্যবহারযোগ্য করতে হবে কীভাবে?

পুরনো মাস্কারা ব্রাশকে পরিষ্কার করুন এভাবে

প্রথমে মাস্কারা বোতল থেকে ব্রাশটি বের করে নিন। সেই ব্রাশকে প্রথমে একটি পেপার টাওয়েলের সাহায্যে সেটিকে পরিষ্কার করে নিন। তারপর একটি কাপে গরম জল নিয়ে নিন। সেই কাপে ৫ মিনিট আপনার ব্রাশকে ভিজিয়ে রাখুন। ব্রাশটি ভিজিয়ে রাখার পর তুলে নিন।

এবার একটি কাপে ইসোপ্রপিল অ্যালকোহল বা স্পিরিট নিতে পারেন। তার মধ্য়ে এই ব্রাশ আবার ভিজিয়ে রাখুন। এরপর আপনার মাস্কারা ব্রাশে লেগে থাকা অবশিষ্ট মাস্কারও ধুয়ে মুছে যাবে। এবার মাস্কারা ব্রাশটি ভালো করে মুছে নিন। তারপর জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর সেটি আপনি ব্যবহার করতে পারেন।

পুরনো মাস্কারা ব্রাশটি কীভাবে ব্যবহার করবেন?

এই পুরনো মাস্কারা ব্রাশ দিয়ে আপনি নানা কাজই করতে পারেন। পুরনো মাস্কারা ব্রাশকে সেভাবেই ব্যবহার করতে হবে, এমন কোনও অর্থ নেই। বরং তা দিয়ে আপনি অন্যান্য কাজও করতে পারেন। আর সেটি খুবই কার্যকর হবে। তাও বেশিরভাগই পুরনো মাস্কারা ব্রাশকে যেভাবে ব্যবহার করে থাকেন, তা জেনে নিন প্রথমে…

আইল্যাশকে হাইড্রেট করার কাজে অবশ্য়ই মাস্কারা ব্রাশ ব্যবহার করতে পারেন। কোনও তেল লাগানোর জন্য ব্যবহার করুন এই মাস্কারা ব্রাশ।

আপনার ঠোঁটের যত্ন নেওয়ার জন্যেও মাস্কারা ব্রাশকে কাজে লাগাতে পারেন! তা কি জানেন। মরা কোষ তুলে ফেলতে পারেন এই মাস্কারা ব্রাশের সাহায্যে।

চোখের পাতা বা আইল্যাশ ঘন করার জন্য অনেকেই চোখের পাতায় বা আইল্যাশে আমন্ড অয়েল লাগিয়ে থাকেন। ক্যাস্টর অয়েল লাগানোর অভ্যাসও অনেকের মধ্যেই আছে। এটি ভালো অভ্যাস। আইল্যাশেরও যত্ন করা উচিত আর সেই কারণেই আপনি আমন্ড অয়েল লাগাতে পারেন। যাই হোক, যদি আপনার কাছে পুরনো মাস্কারা ব্রাশ থেকেই থাকে, তবে কিন্তু এই কাজ আরও সহজ হয়ে যাবে।

নখের যত্ন নিতে ব্যবহার করুন

প্রথমে নখ ভালো করে পরিষ্কার করে নিন।bকিউটিকল রিমুভার লাগিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এবার আপনার নখে ভালো করে অলিভ অয়েল লাগিয়ে নিতেই হবে। কয়েক মিনিট ওভাবেই রাখুন। এতে কিউটিকল নরম হয়ে যাবে। তারপর পরিষ্কার মাস্কারা ব্রাশ নিন। ভালো করে নখ পরিষ্কার করে নিন। দেখবেন কাজ হয়েছে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy