কনুইয়ের কালো দাগ দূর করার ঘরোয়া তিন উপায়, জেনেনিন আপনিও

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত পরিচর্যা করলেও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যপারে আমরা উদাসীন।

কনুইয়ের এই কালচে দাগ হাতের সৌন্দর্য নষ্ট করে। আর এই দাগ সহজে যেতেও চায় না। তবে এমন কয়েকটি ঘরোয়া প্যাক রয়েছে, যা হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করবে।

আসুন জেনে নিই কনুইয়ের কালো দাগ দূর করার ঘরোয়া তিন উপায়-

দই, বেসন ও পাতিলেবুর প্যাক

উপকরণ
১ চামচ বেসন, ১ চামচ টকদই, ১ চামচ পাতিলেবুর রস আর ১ চামচ চিনি।

যেভাবে ব্যবহার করবেন
সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে কনুইয়ে অন্তত ১০ মিনিট মালিশ করুন। তার পর মিনিট পাঁচেক রেখে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুদিন করলে দ্রুত ফল পাবেন।

চিনি আর পাতিলেবুর প্যাক

উপকরণ

১টি পাতিলেবু আর ১ চামচ চিনির রস।
যেভাবে ব্যবহার করবেন ১ চামচ চিনি জল দিয়ে গুলে রস করে নিন। এবার ১টি পাতিলেবুকে সমান দুভাগে কেটে ফেলুন। এই অর্ধেক পাতিলেবুর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে ১০ মিনিট ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন করলে দ্রুত ফল পাবেন। এ পদ্ধতিতে ঘাড়, পিঠ বা হাঁটুর কালচে ভাবও দূর করা সম্ভব।

চিনি আর অলিভ অয়েল

উপকরণ
১ চামচ চিনি আর ১ চামচ অলিভঅয়েল।

যেভাবে ব্যবহার করবেন
চিনির সঙ্গে অলিভঅয়েল ভালো করে মিশিয়ে নিয়ে কনুইয়ে ১০ মিনিট ভালো করে মালিশ করুন। তার পর ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক আপনি স্ক্র্যাবিং করার জন্য হাত-পায়ের যেকোনো অংশেই ব্যবহার করতে পারেন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy