বাথরুমের ঝরনার ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে, জেনেনিন কিভাবে করবেন পরিষ্কার

স্নান সময় সবাই বাথরুমের ঝরনাটি ব্যবহার করে থাকেন। তবে দীর্ঘদিন ঝরনার ছিদ্রগুলো পরিষ্কার না করার কারণে তাতে জলর ময়লা বা আয়রনের আস্তরণ পড়ে যায়।

এর ফলে বন্ধ হয়ে যায় এর ছিদ্রগুলো। ঝরনার সবগুলো ছিদ্র দিয়ে জল না পড়ায় স্নানও করা যায় না ঠিকমতো। এ সমস্যা থেকে মুক্তির উপায় হয়তো জানা নেই অনেকেই।

জানলে অবাক হবেন, খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে এই আয়রনের আস্তরণ দূর করা যায়। আসলে আয়রনের আস্তরণ কতোটা পুরু; তার উপর নির্ভর করছে, আপনাকে কোন উপাদান ব্যবহার করতে হবে। জেনে নিন কীভাবে-

>> প্রথমেই লাগবে একটি প্লাস্টিকের ব্যাগ। তারপর পাতলা আস্তরণ দূর করতে সামান্য লবণ ও লেবুই যথেষ্ট।

>> লবণ আর লেবুর মিশ্রণটি ঝরনার মুখে মাখিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিন। পাতলা আস্তরণ পরিষ্কার হয়ে যাবে সকালের মধ্যেই।

>> মাঝারি আস্তরণ দূর করতে ব্যবহার করুন লবণ এবং ভিনেগার। এটিও রাতে মাখিয়ে রাখুন। সকালে আয়রনের আস্তরণ দূর হয়ে যাবে। আর ঝরনার মুখের ছিদ্রগুলো সব খুলে যাবে।

>> দীর্ঘদিন অযত্নে থাকা ঝরননার মুখে খুব মোটা আয়রনের আস্তরণ পড়তে পারে। সেক্ষেত্রে ব্যবহার করুন বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ।

যত পুরু আয়রনের আস্তরণই হোক না কেন এই দুই উপকরণ ব্যবহারেই ঝকঝকে হয়ে যাবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy