জন্ম নিয়ন্ত্রণের ওষুধে বাড়ে এইডস-র ঝুঁকি! কি বলছেন বিশেষজ্ঞরা

নারীরা জন্ম নিয়ন্ত্রণের যেসব ওষুধ গ্রহন করেন সেগুলো অনেকাংশেই নিরাপদ নয়। এসব ওষুধে এইডসের ঝুঁকি ৪০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ওই সমীক্ষাটি চালান
সম্প্রতি এ গবেষণা প্রবন্ধটি অ্যান্ডোক্রাইন রিভিউস জার্নালে প্রকাশিত হয়েছে।
সমীক্ষাপত্রে বলা হয়েছে, কিছু নির্দিষ্ট প্রাণীর ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, জন্ম নিয়ন্ত্রণের সাধারণ ওষুধ ও ইনজেকশন যৌনকোষের ওপর নানা রকমের বিরূপ প্রভাব রাখে। এর ফলে, নানা ধরনের যৌনরোগের সংক্রমণ হতে পারে। এক পর্যায়ে এইডস-র সংক্রমণ ঘটতে পারে।
গবেষকদলের প্রধান জানেট পি হাপগুড জানান, গবেষণাটি মানবদেহে এইডসের ঝুঁকি নির্ধারণে দারুণ সহায়তা করেছে। প্রমাণিত হয়েছে, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত সাধারণ ওষুধের কারনে এইডসের ঝুঁকির মাত্রা বৃদ্ধি পায়।

প্রসঙ্গত, বর্তমান বিশ্বে মরণঘাতি এইডস রোগটি খুব দ্রুত বিস্তার লাভ করছে । হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস (এইচআইভি)সংক্রমণের কারণে এইডস রোগের সৃষ্টি হয়। ইউএনএইডস নামের সংস্থা জানায়, বিশ্বব্যাপী ৩৬ দশমিক ৭ মিলিয়ন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন। এইচআইভি-র সর্বশেষ ধাপ এইডস।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy