এক কাপ গরম কফি যেমন দূর করতে পারে ক্লান্তি, তেমনি কফি আপনাকে নানাভাবে সাহায্য করতে পারে গৃহস্থালি কাজেও। ঘরোয়া সমস্যার সমাধানে ব্যবহার করা যায় কফির গুঁড়া এবং ব্যবহৃত কফি। জেনে নিন কীভাবে|
হাতের গন্ধ দূর করতে
রান্না করার পর অনেক সময় হাতে থেকে যায় গন্ধ, সাবানে যা দূর হয় না। সিঙ্কের পাশে রেখে দিন ব্যবহার করা কফির গুঁড়া। হাত ধোয়ার সময় স্ক্রাবের মতো সেটা ব্যবহার করুন। মাছ, পেঁয়াজ, রসুন, যেকোনও কিছুর গন্ধ দূর হয়ে যাবে, পাশাপাশি হাত হবে নরম।
গাছের যত্নে
কফি তৈরি করার পর যে গুঁড়ো পড়ে থাকে, তা নাইট্রোজেনের মতো বেশ কিছু পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। গোলাপ, ক্যামেলিয়া, পাতাবাহারের মতো অনেক গাছের সার হিসেবে এই ব্যবহৃত কফি খুবই উপকারী। কফি বানানোর পর টবের মাটির উপর ছড়িয়ে দিন কফি।
ফ্রিজের গন্ধ দূর করতে
নানারকম খাবার রাখার ফলে ফ্রিজে অনেক সময় দুর্গন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে পারে কফি। একটি কৌটোর ভেতর খানিকটা কফির গুঁড়া রেখে ঢাকনায় কয়েকটি ছিদ্র করে ফ্রিজে রেখে দিন। কফি গন্ধ শুষে নেবে।
পিঁপড়া তাড়াতে
পিঁপড়ার উপদ্রব দূর করতে কফির গুঁড়া ছিটিয়ে দিন যেখানে পিঁপড়ার আনাগোনা বেশি সেখানে।
বাসন পরিষ্কার করতে
কফির গুঁড়া বাসন পরিষ্কার করতেও দারুণ কার্যকরী। বাসন ধোয়ার সময় সাবানের পরিবর্তে কিছুটা কফি মিশিয়ে দিন। তবে যেসব বাসনে স্ক্র্যাচ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাতে এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো।
জুতার গন্ধ দূর করতে
কাপড়ে বা পুরনো মোজার ভেতর কফির গুঁড়া ভরে, মুখে বেঁধে জুতার ভেতর রেখে দিলে গন্ধ চলে যাবে। পুরনো আলমারি বা ট্রাঙ্কের গন্ধ দূর করতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।bs