উজ্জ্বল ত্বক সবারই কাম্য। তবে রোদে পুড়ে প্রতিনিয়ত আমরা ত্বকের উজ্জ্বলতা হারাচ্ছি। অনেকেই ত্বকের উজ্জ্বলতা ফেরাতে নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে তা ত্বকের ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়।
তবে ঘরোয়া উপায় এই ক্ষেত্রে খুবই কার্যকরী। আর এতে ত্বকের কোনো ক্ষতিও হওয়ার ভয় নেই। তাই জেনে নিন এমন দুটি উপায় সম্পর্কে, যা নিমিষেই আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। আর আপনি পেয়ে যাবেন প্রাণবন্ত ও ফর্সা ত্বক, ঠিক যেমনটি আপনি চান।
ডিম এবং টকদই
একটি পাত্রে ডিম এবং টকদই একসঙ্গে ভালো করে ফেটে নিন। এর সঙ্গে কয়েক ফোঁটা মধু এবং লেবুর রস মেশাতে পারেন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ভালো করে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকর।
ডিমের কুসুম, মধু এবং বাদাম তেল
একটি ডিমের কুসুম, এক চা চামচ মধু এবং এক চা চামচ বাদাম তেল একসঙ্গে মিশিয়ে নিন। এবার এটি আঙ্গুল দিয়ে ত্বকে ম্যাসাজ করে লাগান। ১৫ মিনিট পর কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।Ts