গরমকালে কোকড়ানো চুলের সমস্যা আরও বেড়ে যায়। স্ক্যাল্প ও চুলে ঘাম, ধুলো ময়লা জমে যাওয়ায় ঘন ঘন শ্যাম্পু দিয়ে ধোওয়ার ফলে চুল বেশি ফ্রিজি হয়ে যায় যা ম্যানেজ করতে রীতিমতো হিমশিম খেতে হয়। এই অবস্থায় বাজারের কেনা রাসায়নিক যুক্ত কন্ডিশনারের বদলে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করলে চুল প্রয়োজনীয় পুষ্টি পাবে ও ফ্রিজি ভাব কমবে এবং চুল জট মুক্ত হবে।
কার্লি চুলের জন্য এই ভাবে প্রাকৃতিক উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নিন উপযুক্ত কন্ডিশনার। অ্যালোভেরা ও আমন্ড অয়েল দিয়ে তৈরি করা এই কন্ডিশনার কার্লি চুল ভাল রাখতে ভীষণ উপকারী। কীভাবে বানাবেন দেখে নিন-
এই কন্ডিশনার বানাতে প্রয়োজনীয় উপকরণ,
- অ্যালোভেরা জেল- ৩ চামচ
- সুইট আমন্ড অয়েল- ১ ও ১/২
- জল- ১ কাপ
কন্ডিশনার বানিয়ে নিন এভাবে-
অ্যালোভেরা জেল, সুইট আমন্ড অয়েল ও জল, এই তিনটি উপকরণ ভাল করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিন।
এবার চুল হালকা ভিজিয়ে এই মিশ্রণ মাথায় ও চুলে ভাল করে লাগিয়ে নিন।
এই মিশ্রণটি মাথায় ও চুলে অন্তত ২০ মিনিট লাগিয়ে রাখুন।
এবার চুল মাইল্ড শ্যাম্পু ও ইষদুষ্ণ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
অ্যাভোকাডো ও বেকিং সোডা দিয়ে তৈরি করে নিন কন্ডিশনার
প্রাকৃতিক উপকরণের তৈরি এই কন্ডিশনার চুলের নিজস্ব আর্দ্রতা ধরে রাখে ও পরিবেশ দুষণ থেকে চুলের রক্ষা করে।
এই কন্ডিশনার বানাতে প্রয়োজনীয় উপকরণ,
- পাকা কলা-১ টা
- বেকিং সোডা- ১ চামচ
- জল- আধ কাপ
কন্ডিশনার বানিয়ে নিন এভাবে-
একটি পাত্রে অ্যাভোকাডো ও বেকিং সোডা ভাল করে মিশিয়ে নিন। এবার এতে সামান্য জল ঢেলে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিন।
এবার চুল ভিজিয়ে এই মিশ্রণ ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন।
এই মিশ্রণ প্রায় ১৫ মিনিট পর্যন্ত চুলে লাগিয়ে রাখুন।
পনেরো মিনিট পর ইষদুষ্ণ জলে চুল ভাল করে ধুয়ে নিন তবে শ্যাম্পু কিংবা গরম জল ব্যবহার করবেন না।bs