চামড়ার ব্যাগ ও জুতা কি শুধু ব্যবহার করলেই হবে, না-কি এর যত্নও নিতে হবে! দীর্ঘস্থায়ী হলেও চামড়ার জিনিসপত্রের নিয়মিত যত্ন না নিলে দ্রুত নষ্ট হয়ে যায়। তবে কীভাবে যত্ন করবেন চামড়ার ব্যাগ বা জুতা? জেনে নিন কয়েকটি টিপস-
>> চামড়ার জিনিস পরিষ্কারের জন্য রয়েছে ভিন্ন ক্লিনার। সেটি দিয়ে চামড়াজাতীয় জিনিস পরিষ্কার করুন।
>> চামড়ার জিনিস পরিষ্কারের জন্য সামান্য ভেজা তুলা দিয়ে মুছে ফেলুন। খেয়াল রাখবেন চামড়ার গায়ে কোনোভাবে যেন সাবান বা জল না লাগে।
>> যদি প্রতিদিন চামড়ার ব্যাগ বা জুতা ব্যবহার করেন; সেক্ষেত্রে দুই মাস অন্তর পরিষ্কার করবেন।
> অ্যালকোহল বা স্পিরিটজাতীয় দ্রব্য যেন চামড়ায় না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। এতে নষ্ট হয়ে যেতে পারে পছন্দের ব্যাগ বা জুতা।
>> জল পড়লে দ্রুত সুতি কাপড় দিয়ে মুছে নিন।
>> বর্ষায় চামড়ার ব্যাগ বা জুতা ব্যবহার না করাই ভালো।
>> ব্যাগে কোনো দাগ লাগলে তা পরিষ্কার করে নিন।
>> চামড়ার জিনিস উজ্জ্বল করতে তেল বা কন্ডিশনার ব্যবহার করবেন না। এতে রঙের ক্ষতি হয়।
>> চামড়ার ব্যাগ কখনো ভাঁজ করে রাখবেন না। কেনার সময় যেমন ব্যাগের মধ্যে কাগজের টুকরো থাকে; তেমনিই ব্যাগের মধ্যে কাগজ রাখুন। এতে ব্যাগের আকার ঠিক থাকবে।
>> অনেক সময় চামড়ার ব্যাগ দীর্ঘদিন আলমারিতে থাকলে ফাঙ্গাস ধরে। এজন্য চামড়ার ব্যাগ আলমারিতে রাখলে, তা মাঝে মাঝে বের করে রাখুন। আলো-বাতাস লাগলে ফাঙ্গাস ধরবে না।bs