অপরাজিতাই অপার সৌন্দর্যের চাবিকাঠি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি

ফুল দিয়ে রূপচর্চার কথা উঠলে প্রথমেই জবার কথা মনে হয়। তবে আয়ুর্বেদে কিন্তু আরও একটি ফুলের কথা বলা হয়েছে। সেটি হল অপরাজিতা।

নীল রঙের ফুলটির ঔষধি গুণ সম্পর্কে অনেকেই জানেন। ইদানীং অপরাজিতা ফুলের শুকনা পাপড়ি দিয়ে তৈরি নানা রকম পানীয়ও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ফুলটি যে রূপচর্চার কাজেও সমান দক্ষ, তা হয়তো অনেকেই জানেন না।

হাওয়া বইলেও ত্বকে টান ধরবে না! মুখে ৩ ঘরোয়া প্যাক মাখলেই উপকার হবে
ত্বকের কোন কোন সমস্যায় অপরাজিতা ফুল ব্যবহার করা যায়?

১) ত্বকের তারুণ্য ধরে রাখে:

‘অ্যান্টি-গ্লাইকেশন’ বা ত্বকের তারুণ্য ধরে রাখার মতো যথেষ্ট উপাদান রয়েছে অপরাজিতা ফুলে। যা মুখের উপর সহজে বয়সের ছাপ পড়তে দেয় না।

২) কোলাজেন উৎপাদনে সাহায্য করে:

ত্বক টান টান রাখার জন্য শরীরের নিজস্ব প্রোটিন, যেমন কোলাজেন, ইলাস্টিনের পরিমাণ ভাল হওয়া প্রয়োজন। অপরাজিতা ফুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের কোলাজেন উৎপাদন করার যে নিজস্ব প্রক্রিয়া, তা উদ্দীপিত করতেও সাহায্য করে।

৩) ত্বকের জেল্লা বৃদ্ধি করে:

ফেস সিরাম বা হাইলাইটার ব্যবহার না করেও স্বাভাবিক ভাবে ত্বকে জেল্লা ধরে রাখতে চান? অপরাজিতা ফুলের গুণে সে স্বপ্নও সত্যি হবে। এই ফুলের নির্যাসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে ত্বকের ক্ষয়ক্ষতি আটকাতে পারে।

পুরনো সোনা, রুপার গয়না নতুনের মতো ঝকঝকে করে তুলতে পারেন বাড়িতেই! জেনে নিন কী ভাবে

৪) অ্যালার্জি, প্রদাহ নিরাময় করে:

রোদ থেকেও ত্বকে নানা ধরনের সমস্যা হয়। অ্যালার্জি, র‌্যাশ কিংবা প্রদাহজনিত সমস্যা থেকে মুক্তি পেতে অপরাজিতা ফুল ব্যবহার করা যায়। কারণ, অপরাজিতা ফুল অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর।

৫) স্ক্যাল্পে রক্ত চলাচল ভাল হয়:

শুধু ত্বক নয়, চুলের জন্যও ভাল অপরাজিতা ফুল। মাথার ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে এই ফুলটির যথেষ্ট অবদান রয়েছে। স্ক্যাল্পে রক্ত চলাচল ভাল হলে নতুন চুল গজানোর কাজটিও সহজ হবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy