সঙ্গী ধার নিয়ে শোধ না করলে কী করবেন? জানুন

কিছু মানুষ ধার নিয়ে শোধ করতে চান না। আপনার সঙ্গীর মধ্যেও কি এই গুণ রয়েছে? তা হলে ঝটপট এই নিবন্ধটি পড়ে নিন।

প্রয়োজনে ধার দিতেই হবে। বিশেষত, সঙ্গীর যদি টাকার প্রয়োজন হয়, তা হলে কোনও দিকে না তাকিয়ে তাকে সাহায্য করতে হবে। এই কাজটা করলেই তো প্রেমের গাড়ি হুহু করে এগিয়ে যাবে।

তবে মনে রাখবেন, ধার নিলে তা ফেরত দেওয়াটা খুবই জরুরি। নইলে একটা সময়ের পর সম্পর্ক শেষ হয়ে যায়। জীবন হয়ে যায় ফ্যাকাসে। আর বহু মহিলাই এই বিষয়টা বুঝতে চান না। তাই তারা সঙ্গীর কাছ থেকে ধার নিয়ে যান। কিন্তু শোধ করেন না। যার ফলে বাড়ে দূরত্ব।

তাই পরিস্থিতি এতটা জটিল দিকে যাওয়ার আগেই সঙ্গীর কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কৌশল সম্পর্কে জেনে নিন। তার পর বাস্তবে এ সব টেকনিক ব্যবহার করুন। তা হলেই পরিস্থিতিকে কাবু করে ফেলতে পারবেন।

প্রথমেই ফেরতের দিন জানতে চান

এ বার থেকে সঙ্গীকে যখনই টাকা দেবেন, ঠিক তখনই তার কাছে জানতে চান তিনি ঠিক কবে টাকাটা ফেরত দেবেন। এই কথাটা খুব সহজ ভাবেই জানতে চান। তার পর সেই নির্দিষ্ট দিনে টাকাটার কথা একবার মনে করিয়ে দিন। তা হলে তার ইচ্ছে না থাকলেও টাকাটা দিতে হবে। আর এটাই যে আপনার বড় জয় বন্ধু। তাই দ্রুত এই কাজে লেগে পড়ুন।

বারবার টাকা চান

আপনার টাকা আপনাকে ফেরত নিতেই হবে। আর সেই কাজে সাফল্য পেতে চাইলে তার কাছে বারবার টাকা চাইতে শুরু করে দিন। প্রতিদিন সকাল-বিকেল তার কাছে টাকা চান। তাতে তিনি যদি রেগেও যান, তা হলে দমে গেলে চলবে না। বরং তার কাছে টাকাটা চেয়ে নিতে হবে। ব্যস, এই নিয়মটা মেনে চললেই তিনি একটা সময়ের পর নিজের থেকেই টাকাটা দিয়ে দেবেন।

কৌশলে বুঝিয়ে বলুন

যে মানুষ টাকা নিয়ে ফেরত দেন না, তাকে সবাই খারাপ চোখে দেখেন। আর এই বিষয়টা সঙ্গীকে বুঝিয়ে দিতে হবে। তাকে বলুন যে, টাকা নিলে তা ফেরত দেওয়া জরুরি। এমনকী নিজের কাছের মানুষের কাছে ধার নেওয়া টাকাও আপনাকে দিতে হবে। ব্যস, তাতেই কাজ হবে। দেখবেন, আপনার কথা নিশ্চয়ই শুনবেন সঙ্গী। এর পর তার মতিগতি বদলে যাবে। তিনি টাকা নিয়ে নির্দিষ্ট সময়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

আর দেবেন না

আপনার সঙ্গী যদি একাধিকবার বলার পরও টাকা ফেরত না দেন, তা হলে এর পর থেকে তাকে টাকা দেবেন না। আর এই বিষয়টা তাকে মুখের উপরই বলুন। আর মুখে বলতে না পারলে কাজে করে দেখিয়ে দিন। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই খেলা ঘুরে যাবে। তিনি এর পর থেকে সমঝে চলবেন। আপনার কাছে আর হুটহাট টাকা চেয়ে বসবেন না।

তবে একান্তই যদি দেখেন তিনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, এমন পরিস্থিতিতে অবশ্যই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ব্যস, তা হলেই খেলা ঘুরে যাবে। এড়িয়ে চলা যাবে বহু সমস্যা।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy