দেয়ালে টাঙানো ছবি পরিষ্কার করতে গিয়ে এই ভুলগুলো ভুলেও করবেন না

বাড়ির দেয়াল সুন্দর করে সাজাতে সবচেয়ে সুন্দর ও সহজ উপায় ছবি বা পেন্টিং। কেউ বড় ফ্রেমের ছবি পছন্দ করেন, কারও আবার পছন্দ ছোট ছোট ফ্রেম। ঘর সাজাতে এর জুড়ি মেলা ভার। কিন্তু অনেক সময় সঠিক যত্নের অভাবে সাধের এই ছবি নষ্ট হয়ে যায়। তাই নিয়ম করে এর যত্ন প্রয়োজন। নাহলে যত্নের অভাবে খারাপ হয়ে যেতে পারে ভালো কোনো ছবি।

কখনো কোনো ছবির ফ্রেমের ওপরের অংশ ধরবেন না। এতে সমস্ত ভার ছবির ওপর পড়ে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছবির ফ্রেম নিচ থেকে ধরুন।

বাইরের দেয়ালে ভুলেও ছবি ঝোলাবেন না। এতে বাতাসের আর্দ্রতা লেগে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে বাড়ির উপরের তলায় কখনও ছবি রাখবেন না। অতিরিক্ত তাপে ছবি নষ্ট হয়ে যায়।

ছবি কখনও ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না। ফ্রেম পরিষ্কার করার ক্ষেত্রে ব্রাশ ব্যবহার করতে পারেন। কিন্তু ছবি পরিষ্কার করতে চাইলে ভেলভেট ব্যবহার করুন।

প্রতি সপ্তাহে অন্তত দুইবার ছবিগুলো সম্পূর্ণ ঝাড়ামোছা করুন। ফাটল ধরলে তখনই সেগুলো মেরামত করে নিন।

প্লাস্টিক দিয়ে পেন্টিং ঢেকে রাখা খুব ভুল চিন্তাধারা। ছবি ঢেকে রাখার সময় সবসময় কাগজ ব্যবহার করুন।

ছবি দেওয়ালে ঝোলানোর সময় সবসময় তার ব্যবহার করুন। ঠিকভাবে ছবি দেওয়ালে ঝোলান।
কোনও একটি প্রমাণ সাইজের দেওয়ালের জন্য দু’টি ছবিই যথেষ্ট। এর বেশি ছবি দেওয়ালে লাগালে সৌন্দর্য নষ্ট হয়ে যায়।

ছবিতে যদি ছত্রাক ধরে যায়, তাহলে নিজে কিছু না করে বিশেষজ্ঞদের ডাকুন।

হাত দিয়ে কখনও ছবি ধরবেন না। কারণ হাত বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। ফলে ছবি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

মনে রাখবেন, ভালোভাবে রাখতে পারলে ছবি দারুণ দেখতে লাগবে। বাড়বে আপনার গৃহস্থালির সৌন্দর্য।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy