মাঝে মধ্যে মুখে ব্রণ উঠে এবং তা থেকে এক পর্যায়ে দাগের সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় মুখে ছোপ ছোপ দাগও দেখা দেয়। যা মেছতা নামে পরিচিত। এসব দাগ নিয়ে অনেকেই বিব্রত অবস্থায় থাকেন। কারণ এই দাগ মুখের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়। সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি শর্ত হল নিখুঁত মুখের ত্বক।
কিন্তু সৌন্দর্য তো পরের বিষয়, তার আগে মুখের নানা রকম দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। কারণ তাদের জানা নেই দাগ দূর উপায়। এ জন্য বাজার চলতি নানা রকম ক্রিম, লোশন ব্যবহার করে থাকেন। তাতে তেমন একটা ফল পাচ্ছেন না। তাছাড়া এসব বাজার চলতি নানা রকম ক্রিম, লোশনে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এ ক্ষেত্রে নিশ্চিন্তে কয়েকটি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন। যা আপনার ত্বকের দাগ মুছে সৌন্দর্য বৃদ্ধি করবে।
এবার জেনে নেওয়া যাক সেই ঘরোয়া পদ্ধতি সম্পর্কে…
ব্রণের দাগ দূর করতে যা করবেন
• চন্দন গুঁড়ার সঙ্গে সামান্য গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
• প্রতিদিন ব্রণের দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ফিকে হয়ে আসবে। তবে মধু ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
• তৈলাক্ত ও সাধারণ ত্বকের দাগ দূর করার জন্য শশার রস, আলুর রস খুবই উপকারি। শশার রস, আলুর রস দিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে উপকার পাবেন।
• শুধুমাত্র তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করুন। ফল পাবেন খুব তাড়াতাড়ি।
• অ্যালোভেরার রস প্রতিদিন ব্রণের দাগের উপর লাগালে দ্রুত তা ফিকে হয়ে মিলিয়ে যাবে।
• তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
• মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
• যে কোন ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।
• রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
• নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দু’বার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।
• টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হবে।
• কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।
মেছতার দাগ দূর করুন এভাবে
• নিয়মিত লেবুর রস মুখে লাগাতে পারেন।
• গুঁড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।
• অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগান।
• আমন্ড অয়েল ও মধু মিলিয়ে মুখে হালকা করে ঘষুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
• কমলা লেবুর খোসা গুঁড়া করে তার সঙ্গে দুধ মিশিয়ে নিয়মিত ব্যবহার করতে পারেন। দ্রুত ফল পাবেন।
• মেছেতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে। কেউ চাইলে এর সঙ্গে অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন।
• লেবুর রস, মধু ও কাচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি দারুন কার্যকর।
তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তা ছাড়া আপনার ত্বকের জন্য যে প্রসাধনী উপযোগী তা ব্যবহার করা জরুরি।