মাথার একপাশে ব্যথা, ভয়ঙ্কর কোনো রোগের লক্ষণ নয়তো! দ্রুত চিকিৎসা করান

মাথার একপাশে ব্যথা দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি সমস্যা ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’র কারণে। মাথার ত্বকে থাকা ‘ট্রাইজেমিনাল’ স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করে এই সমস্যা তৈরি হয়। এই স্নায়ুর কাজ হলো চেহারায় সৃষ্ট আলোড়ন মস্তিষ্কের পৌঁছানো। আর এই কাজ বাধা তৈরি হলে ব্যথা অনুভব হতে পারে চেহারায় ও মাথার একপাশে। এছাড়া আরো কারণ আছে :
স্নায়ুভিত্তিক কারণেও মাথা ব্যথা হয়। এদের মধ্যে একটি হল ‘অ্যাকসিপিটাল নিউরালজিয়া’, যেখানে মাথাব্যথার অনুভূতিটা হয় ভীষণ কষ্টকর । স্নায়ুভিত্তিক কারণে মাথা ব্যথা হলে বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার মতো কিংবা কোনো কিছু মাথা ভেদ করে ভেতরে প্রবেশ করছেএমন অনুভব হয়ে থাকে।

‘টেমপোরালআর্টেরাইটিস’ মাথা ব্যথার একটি ধরণ। মাথা ব্যথার কারণ হল মাথা ও ঘাড়ে থাকা স্নায়ু প্রদাহের শিকার হয়এবং তার কারণে মস্তিষ্কের রক্ত সরবরাহ ব্যাহত হয়। এই অবস্থায় আক্রান্ত ব্যক্তির মাথার যেকোনো পাশে ব্যথা হতে পারে। সেই সঙ্গে দেখা দিতে পারে পেশি ব্যথা, অবসাদ ও চোয়াল ব্যথা।

নিয়মিত ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও মাথার একপাশে ব্যথা হতে পারে। এমন কিছু ওষুধ হল ‘অ্যাসিটামিনোফেন’, ‘অ্যাসপিরিন’, ‘আইবুপ্রফেন’ ইত্যাদি। এছাড়াও অ্যালার্জি, অবসাদ, ক্লান্তি,মাথায় আঘাত পাওয়া, সংক্রামক রোগ, টিউমার ইত্যাদির প্রভাবেও মাথা ব্যথা দেখা দেয়।

কখন চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি

মাথাব্যথা যদি নিয়মিত অনুভব করতে থাকেন এবং সঙ্গে দৃষ্টিশক্তিতে পরিবর্তন আসে, দ্বিধাগ্রস্ততা,জ্বর, ঘাড় আটকে যাওয়া, শারীরিক দুর্বলতা বুদ্ধি পেতে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শনিতে হবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy