নখে ‘মিল্ক স্পট’ হয় যে কারণে! জেনেনিন বিস্তারিত ভাবে

কখনো কখনো হাতের নখে আড়াআড়িভাবে সাদা দাগ দেখা যায়। আবার কিছুদিন পরে এমনি এমনিই এই দাগ চলে যায়। এই দাগকে ইংরেজিতে বলে মিল্ক স্পট। কিন্তু নখে এমন সাদা দাগ পড়ার কারণ কী?

হয়তো ভাবছেন জিঙ্ক বা ক্যালসিয়ামের অভাবে এমন হয়। না আপনার উত্তর সঠিক হয়নি। আসলে নখের ওপর কোনো কারণে আঘাত বা চাপ লাগলে অনেক সময় সেখানকার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়। আবার ধীরে ধীরে নখ গজানোর সময় সেই সাদা দাগ ওপরে উঠতে উঠতে একসময় অদৃশ্য হয়ে যায়। যেহেতু এক মাসে নখ বেড়ে ওঠার হার মাত্র ৩.৫ মিমি, তাই দাগ অদৃশ্য হতে কিছুটা সময় লেগেই যায়।

কিছু কিছু ক্ষেত্রে এই সাদা দাগ নখের ফাংগাল ইনফেকশন বা জ্বরের লক্ষণ হিসেবেও দেখা দিতে পারে। আবার যদি এমন হয় যে এই সাদা দাগ সবগুলো নখের ওপর সমান্তরাল এবং একই জায়গায় বহুদিন ধরে আছে তবে বুঝতে হবে সেটা হলো সিসা বা আর্সেনিক বিষক্রিয়ার ফলাফল। সাধারণত বিষক্রিয়ার দুই মাস পর এমন উপসর্গ দেখা দেয়।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy