ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করেন? তাহলে এই তথ্যটি পড়ুন

সূর্যের আলো থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহারের বিকল্প নেই। না হলে ত্বকে কালো দাদ-ছোপ পড়ে কিংবা মুখের চামড়াও পুড়ে যেতে পারে। ফলে কম বয়সেই মুখে বলিরেখা দেখা দেয়।

এ কারণে সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। বিশেষজ্ঞরাও সবাইকে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন। তবে বাজারচলতি সানস্ক্রিনগুলো ত্বকের জন্য ভালো নাও হতে পারে। তাই ঘরেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন সানস্ক্রিন। জেনে নিন উপায়-

উপকরণ

১. নারকেল তেল ৪ কাপ
২. শিয়া বাটার ৩ কাপ
৩. তিল তেল বা জোজোবা অয়েল ১ কাপ
৪. প্রাকৃতিক মোম ২ টেবিল চামচ
৫. লাল র্যাস্পবেরি সিড অয়েল ১ চা চামচ
৬. ক্যারট সিড অয়েল ১ চা চামচ ও
৭. গোলাপ জল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে নারকেল তেল, শিয়া বাটার ও মোম একসঙ্গে গলিয়ে নিন। সব গলে গেলে ঠান্ডা করুন। এরপর মিশ্রণটি ফ্রিজে ১৫-৩০ মিনিট রাখুন। তারপর হ্যান্ড মিক্সার দিয়ে ফেটিয়ে নিতে হবে।

র্যাস্পবেরি সিড অয়েল, ক্যারট সিড অয়েল ও অ্যাসেনশিয়াল অয়েলটা দিয়ে দিন। খানিকক্ষণ ফেটানোর পর মিশ্রণ ফুলে উঠবে। ব্যাস তৈরি আপনার সানস্ক্রিন। এবার কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ইচ্ছেমতো ব্যবহার করুন ঘরে তৈরি সানস্ক্রিন।

ত্বকের যত্নে আরও যা করণীয়-

>> কয়েকটি নিমপাতা বেটে নিন। ফেসপ্যাকের মতো ব্যবহার করুন। কিছুক্ষণ রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।

>> বাড়ির থেকে বের হওয়ার সময় পাতিলেবুর শরবত পান করুন। এই শরবত ভেতর থেকে ত্বকে আদ্রতা জোগাবে।

>> বাড়িতে ফিরেই বেসন ও কাঁচা দুধের মিশ্রণ বানিয়ে ফেসপ্যাকের মতো করে ব্যবহার করুন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ফ্যাসপ্যাক দারুন কার্যকরী।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy