অনেকেই তেতুল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খারাপ বলে মনে করেন। কিন্তু জানেন কি এটা একেবারে ভুল ধারণা। কারণ তেতুল খেলে শরীরের কোনোরকম ক্ষতি হয়না। তবে হ্যাঁ বেশি পরিমানে তেতুল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না। জানেন কি? তেঁতুলে যেমন উপকার আছে ঠিক তেমনি তেতুল পাতাতেও আছে।
আসুন তাহলে জেনে নেওয়া যাক-
১- তেতুল পাতা সেদ্ধ করে সেই জল লবন দিয়ে খেলে কাশি কমে যায়।
২-তেতুল পাতার রস চোখ ওঠা কমায়।
৩-তেতুল পাতার রস গরম করে ব্যথা জায়গায় লাগালে ব্যথা কমে যায়।
৪-আপনার যদি কখনো আমাশয় হয়ে থাকে তাহলে তেতুল পাতা সেদ্ধ করে সেই জলটি জিরে ফোড়ন দিয়ে খেলে ভালো হয়ে যায়।
৫-এমনকি আপনি যদি ক্ষত স্থানে তেতুল পাতার সেদ্ধ জল দিয়ে ধুয়ে দেন। তাহলে কয়েকদিনের মধ্যেই সেরে যাবে।