একজিমা কীভাবে ছড়ায়? জানত পারবেন এই তথ্যে

একজিমা এক ধরনের চর্মরোগ। ত্বকের বিভিন্ন ধরনের রোগের মধ্যে একজিমা খুবই জটিল এক অসুখ। একবার হলে সহজে সারে না কঠিন এই চর্মরোগ। একজিমায় আক্রান্ত মানুষের ত্বকে চুলকানি, জ্বালা, শুষ্ক হয়ে যাওয়া, এমনকি র্যাশের মতো সমস্যাও দেখা দিতে পারে।

একজিমা হওয়ার আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই। সব বয়সের মানুষের ত্বকেই একজিমা হতে পারে। তাই সবাইকে সতর্ক হতে হবে। আবার একজিমার সমস্যা যে কোনো সময়ই দেখা দিতে পারে।

তবে দেখা গেছে, বর্ষাকালে এই একজিমা আরও বেড়ে যায়। এক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায় মানলে অবশ্য পেতে পারেন স্বস্তি। জেনে নিন করণীয়-

একজিমা কীভাবে ছড়ায়?

>> বেশিরভাগ মানুষই এটোপিক একজিমাতে আক্রান্ত হন।
>> বেশ কিছু ওষুধ ও টিকা একজিমার কারণ হতে পারে। আসলে এ ধরনের মানুষের ত্বক খুব বেশি মাত্রায় সংবেদনশীল হয়।
>> এমনকি দেখা গেছে কিছু লোশন ও ক্রিম ব্যবহারের পরও মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
>> একজিমার সঙ্গে মানসিক চাপেরও একটি ভূমিকা আছে।
>> এছাড়া ধূমপান ও মদ্যপানের কারণেও একজিমার প্রকোপ বাড়তে পারে।

কীভাবে সমস্যা দূর করবেন?

>> সব সময় নিজের ত্বক পরিষ্কার রাখুন। এক্ষেত্রে বাইরে থেকে এসে সরাসরি স্নান করে নিন। ত্বকের সুস্বাস্থ্যের জন্য ভালো সাবান ব্যবহার করুন।

>> বাইরে থেকে ঘরে ফিরে স্নান করুন দ্রুত। হাত-মুখ না ধুয়ে তা চোখে-মুখে লাগাবেন না। একজিমায় যারা ভুগছেন তারা হারখা গরম জলে স্নান করুন।

>> নিমের তেল ও নারকেল তেল সমমাত্রায় মিশিয়ে সপ্তাহে অনন্ত তিনবার ত্বকে ব্যবহার করে স্নান করুন। এই নিয়ম মানলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারবেন। এমনকি একজিমা থেকে মিলবে স্বস্তি

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy