রূপচর্চায় স্টিল চামচের অজানা ব্যবহার জেনেনিন মেয়েরা

আমরা ত্বকের রূপচর্চার জন্য কত কি না ব্যবহার করে থাকি। কিন্তু স্টিলের চামচ দিয়ে রূপচর্চা? অবাক হওয়ার মতোই কথা। কারণ রূপচর্চায় বিভিন্ন জিনিস ব্যবহার করতে দেখা গেছে কিন্তু কখনো স্টিল চামচের ব্যবহারের কথা শোনা যায়নি।

তবে শিখে নেওয়া যাক রূপচর্চায় স্টিল চামচের অজানা ব্যবহার-

চোখের নিচের ফোলা দাগ দূর করতে
সকালে ঘুম থেকে উঠে মাঝে মাঝে চোখের নিচে ফোলা ভাব দেখা যায়। এই ফোলা ভাব দূর করতে চাইলে রাতে দুটি স্টিলের চামচ ফ্রিজে রেখে দিন। সকালে উঠে এই চামচ দুটো চোখের নিচে ফোলা অংশে আলতো করে চাপ দিয়ে ঘষে নিন। এতে করে চোখের নিচের ফোলা ভাব দূর হবে।

মাসকারা চোখের নিচে লেগে যাওয়া থেকে রক্ষা করতে
চোখের নিচের পাপড়িতে যখন মাসকারা দিতে হয় তখন চোখের নিচে মাসকারার কালো দাগ পড়ে যায়। এই সমস্যার সমাধান পেতে একটি চামচ চোখের নিচে ধরে নিয়ে মাসকারা দিন। তাহলে চোখের নিচে আর লেগে যাবে না।

আইলাইনার সঠিকভাবে দিতে
ইদানীং চোখের শেষে খুব শার্প ভাবে আইলাইনার দেয়া হয়। কিন্তু এই আইলাইনার দিতে সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে চামচের পেছনের দিক চোখের কোনে আড়াআড়িভাবে ধরে একে নিতে পারেন।

মার্বেল নেইল আর্ট করতে
একটি চামচে ২/৩ রঙের নেইলপলিশের ফোঁটা ফেলুন। এবার একটি পিন দিয়ে ইচ্ছে মতো আঁকিঝুঁকি করে নেইলপলিশ মিশিয়ে নিন। এবার নখ এই চামচে রাখা নেইলপলিশে ঘষে নিন। রিমুভার দিয়ে বাড়তি অংশ মুছে ওপরে ট্রান্সপারেন্ট নেইলপলিশ দিয়ে মার্বেল নেইল আর্ট করে নিন।

ভ্রূ সঠিক শেপে আনতে
একটি বড় আকারের চামচ নিন যা আপনার ভ্রূর বাঁকানো অংশে ভালো করে বসানো যায়। এবার ভ্রুতে চামচটি ধরে সুন্দর করে ভ্রূ ব্রাশ করে ও আইব্রো পেন্সিলের মাধ্যমে শেপ করে নিন।

ব্রণের ফুলে ওঠা ভাব কমাতে
নতুন ব্রণ উঠার সময় লালচে হয়ে ফুলে উঠে। এই সময় একটি চামচের পেছনের অংশ গরম জলে চুবিয়ে রেখে হালকা গরম করে ব্রণের ওপর চেপে ধরুন। ব্রণের ফুলে উঠা ভাব দূর হবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy