মুখের ত্বক টানটান থাকবে কী ভাবে, হাতের কাছেই লুকিয়ে এর উপায়

ত্বককে ঝকঝকে ও টানটান রাখতে কত কিনা করেন সবাই। এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীরা একটু বেশিই এগিয়ে। তবে সুন্দর ও টানটান ত্বক পেতে তারা এমন কিছু ভুল করে বসেন যা ত্বকের উপকারের বদলে ক্ষতি করে বেশি।

তাই ক্ষতি এড়িয়ে সুন্দর ও টানটান ত্বক পেতে হলে মানতে হবে স্বাভাবিক কিছু নিয়ম। এই নিয়মগুলো প্রতিদিন ঠিকভাবে মানলে আপনার ত্বক হবে সুন্দর ও টানটান। চলুন তবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো-

>> রাতে ঘুমনোর সময় ত্বক ভালো করে ময়শ্চারাইজ করা জরুরি।

>> কখনোই মেকআপ নিয়ে রাতে ঘুমাতে যাবেন না। এতে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে থাকবে।

>> মুখ ধোওয়ার পর ত্বকের পিএইচ ব্যালান্স কমে যাওয়ায় শুষ্ক লাগতে পারে। টোনার লাগিয়ে নিন মুখে।

>> রাতে ঘুমনোর আগে ভালো কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে জল দিয়ে, শুকনো করে মুছে নিন।

>> রাতে ঘুমনোর সময় ত্বক ভালো করে ময়শ্চারাইজ করা জরুরি। রাতে শোওয়ার আগে কোনো ভালো নাইট ক্রিম মাসাজ করুন

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy