ব্যবহারের পর টি ব্যাগ ফেলে দেন? এর ব্যবহার জানলে আর ফেলবেন না

আমাদের দৈনন্দিন জীবনের সাথে মিশে আছে ছোট্ট একটি শব্দ।যেটি ছাড়া আসলেই আমাদের জীবন খানিকটা অচল মনে হয়। হ্যাঁ,ঠিকই ধরেছেন।চা,আমি চায়ের কথায় বলছি।প্রতিটি মানুষ এটির স্বাদ গ্রহন করে।কিন্তু আমরা এই চা খাওয়ার পর সাধারণত টি ব্যাগটি ফেলে দেই।

কিন্তু আসলে এই টি ব্যাগের আছে হরেক রকম উপকারী দিক।এই ব্যাবহারিত টি ব্যাগ আপনি ব্যাবহার করতে পারেন আপনার ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করতে। আসুন জেনে নিই এই টি ব্যাগ কিভাবে ব্যাবহার করবেন রূপচর্চার ক্ষেত্রে।

ত্বকের কালো পোড়া দাগ করতে চায়ের লিকার খুব কাজে দেই।লিকারে ভেজা তোয়াল দিয়ে ত্বকে চেপে ধরুন খানিকক্ষণ।এভাবে নিয়মিত করতে থাকলে রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে ধীরে ধীরে।

চায়ের পাতায় থাকে ক্যাফেইন।যা ডার্ক সার্কেল দূর করতে খুবই উপকারী।এই পাতায় থাকা ট্যানিন চোখের ফোলা ভাব দূর করে। একটি টি ব্যাগ জলে ভিজিয়ে চোখের ওপরে ১০ রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাবেন।

গ্রীন টি এর ব্যাবহারিত টি ব্যাগগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখুন।ব্যাবহার শেষে এই টি ব্যাগ ঠান্ডা হলে চোখের নিচে দিতে পারেন।এটি আপনার চোখের নিচের কালো দাগ দূর করবে।

গ্রিন টি এর ব্যাগ ঠোঁটের ফাটা দাগ দূর করতে খুব উপকারী।হাল্কা গরম জলে ভিজিয়ে নিয়ে ঠোটে চেপে ধরুন।ঠোতের কালো দাগ দূর হবে।

চায়ের রসে লেবুর রস ছিটিয়ে সেটি মুখে মাখলে মুখের তৈলাক্ত ভাব দূর হয় অতি সহজেই।

সুতরাং আজ থেকে আর ব্যাবহার শেষে টি ব্যাগগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখুন।নানাবিধ কাজে ব্যাবহার করতে পারবেন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy