নিশ্চয়ই জানেন, শীতকালেই ঠোঁট বা পা ফাটার সমস্যা দেখা দেয়। তবে কারো কারো ক্ষেত্রে এর ভিন্নতাও রয়েছে। অনেকেই এমন আছেন যারা প্রায় সারাবছরই পা ফাটা সমস্যায় ভুগে থাকেন।
খুবই যন্ত্রণাদায়ক এই সমস্যার কারণে অনেকেই তার সখের জুতাটাও পরতে পারেন না। কারণ পা ফেটে যাওয়ার কারণে তা দেখতে বিশ্রী দেখায়। যদিও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে অনেকেই নানারকম প্রসাধনী ব্যবহার করেন, তবে তা ব্যয়বহুল হয়ে থাকে। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। আর এতে খরচও কম হবে। হ্যাঁ, পাকা কলাতেই মিলবে এই জটিল সমস্যার চিরস্থায়ী সমাধান। চলুন জেনে নেয়া যাক পদ্ধতিটি-
প্রথমে একটি পাত্র নিন। এবার এতে একটি পাকা কলা ভালোভাবে চটকে পেস্ট তৈরি করে নিন। তারপর এই পেস্ট পায়ের ফাটা অংশে ঠিকভাবে লাগিয়ে নিন। এবার ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কিছুদিন এই পদ্ধতি অবলম্বন করলেই মিলবে সমাধান।